শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনালদো-দিবালার নৈপুণ্যে ইউভেন্তুসের জয়

ডেস্ক রিপোর্ট : [২] ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ ও ফাইনালে ব্যর্থ হওয়া ক্রিস্তিয়ানো রোনালদো আলো ছড়ালেন সেরি আর নতুন শুরুতে। নিজেকে মেলে ধরলেন পাওলো দিবালা। দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে বোলোনিয়াকে হারিয়ে লিগের মুকুট ধরে রাখার পথে আরেকটু এগিয়ে গেল ইউভেন্তুস।

[৩] বোলোনিয়ার মাঠে সোমবার রাতে ২-০ গোলে জেতা ইউভেন্তুস ২৭ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা লাৎসিও ৬২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৭।

[৪] করোনাভাইরাসের থাবায় স্থগিত থাকা সেরি আ গত ২০ জুন পুনরায় শুরুর পর প্রথম ম্যাচ খেলল ইউভেন্তুস। শুরু থেকে আক্রমণ করে গেলেও গোল পাচ্ছিল না নাপোলির বিপক্ষে টাইব্রেকারে হেরে ইতালিয়ান কাপ হারানো দলটি।

[৫] সপ্তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির বাড়ানো বলে রোনালদোর শট খুঁজে পায়নি ঠিকানা। এর পর দিবালার প্রচেষ্টাও হয় লক্ষ্যভ্রষ্ট। সপ্তদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর নেওয়া শট পোস্টের বাইরে যায়।

[৬] ২৩তম মিনিটে স্পট কিকে ইউভেন্তুসকে এগিয়ে নেন রোনালদো। বোলোনিয়ার স্টিফানো ডি-বক্সে মাটাইস ডি লিখটকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। চলতি লিগে পর্তুগিজ ফরোয়ার্ডের গোল হলো ২২টি।

[৭] বের্নারদেস্কির ব্যাকহিলে বাড়ানো বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা। লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি অষ্টম গোল।
৪০তম মিনিটে রোনালদোর ক্রসে দিবালার শট লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান বাড়েনি।

[৮] দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে বের্নারদেস্কির শট পোস্টে লেগে ফিরে। ৬১তম মিনিটে তিন ডিফেন্ডারকে কাটানোর পর রিকার্দো ওরসোলিনির শট ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে ম্যাচে ফেরা গোল মেলেনি বোলোনিয়ার।

[৯] ৭৪তম মিনিটে ব্লেইস মাতুইদির বাড়ানো বল ধরে ৩০ গজ দূর থেকে রোনালদোর নেওয়া জোরালো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। চার মিনিট পর দিবালাকে তুলে দগলাস কস্তাকে নামান ইউভেন্তুস কোচ।

[১০] দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইউভেন্তুসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়