শিরোনাম
◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০ ◈ মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল, দেশীয় উৎপাদনেও বড় ছাড়: প্রেসসচিব

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চায়ের দোকানে আড্ডা দিতে নিষেধ করায় পুলিশের ওপর ডিম নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট : [২] করোনা পরিস্থিতিতে খুলনা মহানগরীর ফুলবাড়িগেট বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে নিষেধ করায় বখাটেরা পুলিশকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ফুলবাড়িগেট বাজারের মধ্যে এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা জানান, নগরীর ফুলবাড়িগেট বাজারের রেল লাইনের পাশে ফারুক সরদারের চায়ের দোকানে রওশন নামে এক পরিবহন শ্রমিক বেশ কয়েকজনকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ফুলবাড়িগেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বিধান চন্দ্র সানা সঙ্গীয় ফোর্স নিয়ে চায়ের দোকান থেকে তাদেরকে বের করে দেয়। এ সময় রওশন ও তার সঙ্গীদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংগঠিত হয়ে বাজারের মধ্যে এস আই বিধানের উপর ডিম নিক্ষেপ করে। এস আই বিধান তাৎক্ষণিক বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেন। ঘটনার পরপরই খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

[৪] বিষয়টি নিয়ে দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলীর অফিসে বৈঠক হয়। এ সময় বাজার বণিক সমিতির সভাপতি দুঃখ প্রকাশ করেন। একই সাথে ঘটনার সঙ্গে জড়িতরা অন্যায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। পরবর্তীতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন বাজার কমিটির নেতারা।

[৫] এ ব্যাপারে এস আই বিধান চন্দ্র সানা বলেন, চায়ের দোকানে আড্ডা দিতে নিষেধ করায় তারা ডিম নিক্ষেপ করে। ঘটনাটি খুবই দুঃখজনক।

[৬] ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী বলেন, ফুলবাড়িগেট বাজারে স্বাস্থ্যবিধি ও জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি বণিক সমিতি কঠোরভাবে বাজার প্রতিনিয়ত মনিটরিং করছে। এর মধ্যে অনাকাঙ্খিত এমন ঘটনা খুবই দুঃখজনক।

[৭] তিনি জানান, খুলনা জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী- নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, মৌসুমী ফলের দোকান ও ফার্মেসি ছাড়া অন্যান্য দোকানপাট এবং ফুটপাতের দোকানও বন্ধ থাকবে। এ সকল দোকান খুললে প্রশাসন ব্যবস্থা নিলে এর কোনো দায় বাজার বণিক সমিতি নিবে না।সমকাল, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়