শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চায়ের দোকানে আড্ডা দিতে নিষেধ করায় পুলিশের ওপর ডিম নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট : [২] করোনা পরিস্থিতিতে খুলনা মহানগরীর ফুলবাড়িগেট বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে নিষেধ করায় বখাটেরা পুলিশকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ফুলবাড়িগেট বাজারের মধ্যে এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা জানান, নগরীর ফুলবাড়িগেট বাজারের রেল লাইনের পাশে ফারুক সরদারের চায়ের দোকানে রওশন নামে এক পরিবহন শ্রমিক বেশ কয়েকজনকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ফুলবাড়িগেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বিধান চন্দ্র সানা সঙ্গীয় ফোর্স নিয়ে চায়ের দোকান থেকে তাদেরকে বের করে দেয়। এ সময় রওশন ও তার সঙ্গীদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংগঠিত হয়ে বাজারের মধ্যে এস আই বিধানের উপর ডিম নিক্ষেপ করে। এস আই বিধান তাৎক্ষণিক বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেন। ঘটনার পরপরই খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

[৪] বিষয়টি নিয়ে দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলীর অফিসে বৈঠক হয়। এ সময় বাজার বণিক সমিতির সভাপতি দুঃখ প্রকাশ করেন। একই সাথে ঘটনার সঙ্গে জড়িতরা অন্যায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। পরবর্তীতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন বাজার কমিটির নেতারা।

[৫] এ ব্যাপারে এস আই বিধান চন্দ্র সানা বলেন, চায়ের দোকানে আড্ডা দিতে নিষেধ করায় তারা ডিম নিক্ষেপ করে। ঘটনাটি খুবই দুঃখজনক।

[৬] ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী বলেন, ফুলবাড়িগেট বাজারে স্বাস্থ্যবিধি ও জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি বণিক সমিতি কঠোরভাবে বাজার প্রতিনিয়ত মনিটরিং করছে। এর মধ্যে অনাকাঙ্খিত এমন ঘটনা খুবই দুঃখজনক।

[৭] তিনি জানান, খুলনা জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী- নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, মৌসুমী ফলের দোকান ও ফার্মেসি ছাড়া অন্যান্য দোকানপাট এবং ফুটপাতের দোকানও বন্ধ থাকবে। এ সকল দোকান খুললে প্রশাসন ব্যবস্থা নিলে এর কোনো দায় বাজার বণিক সমিতি নিবে না।সমকাল, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়