স্পোর্টস ডেস্ক : [২]অস্ট্রেলিয়ার তাঁরকা ক্রিকেটার মিচেল স্টার্ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়ে ছিলেন। কিন্তু চোটের কারণে ২০১৮ সালের আসরে খেলা হয়নি তার। ১.৮ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছিলো ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে।
[৩]আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তির আগেই তিনি বীমা করেছিলেন। চোটের কারণে তিনি খেলতে না পারায় নিয়ম অনুসারে বীমা কোম্পানী থেকে ক্ষতির পূরণ পাওনা তার। কিন্তু সংশ্লিষ্ট বীমা কোম্পানী স্টার্কের ক্ষতিপূরণের অর্থ দেয়নি। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।
[৪]খেলতে না পারার কারণে বীমা কোম্পানী থেকে ১.৫৩ মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা এই অজি তারকার। টাকা না পেয়ে তিনি মামলাও করেছিলেন। কিন্তু বীমা কোম্পানীটি দাবি করে আসছে, স্টার্কের ইনজুরিটি ভুয়া। কোম্পানীর সন্দেহ কাটাতে শেষ পর্যন্ত তিনি ওই ইনজুরির সময়কার দু’টি ভিডিও পাঠিয়েছেন।
[৫]তবে বীমা সংস্থা বারবারই দাবি করে আসছে, স্টার্কের চোটটি হঠাৎ পাওয়া নয়। বরং আগেই ছিল, সেটিই আস্তে আস্তে বেড়েছে। পাঠানো দু’টি ভিডিওর একটিও দেখেনি বীমা কোম্পানি। ১ মিনিট ৩৭ সেকেন্ড ও ৭ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিও দুটি প্রাপ্তির খবর স্বীকার করেছেন প্রতিষ্ঠানটি। আগামি ১২ আগস্ট এ নিয়ে দায়ের করা মামলার শুনানী অনুষ্টিত হবে। আদালত থেকেই তাই রায় আসতে পারেন স্টার্কের পাওনার বিষয়ে।