শিরোনাম
◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ২২ জুন, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে পাওনা টাকা আদায়ের জন্য ভিডিও পাঠালেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক : [২]অস্ট্রেলিয়ার তাঁরকা ক্রিকেটার মিচেল স্টার্ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সে নাম লিখিয়ে ছিলেন। কিন্তু চোটের কারণে ২০১৮ সালের আসরে খেলা হয়নি তার। ১.৮ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছিলো ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে।

[৩]আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তির আগেই তিনি বীমা করেছিলেন। চোটের কারণে তিনি খেলতে না পারায় নিয়ম অনুসারে বীমা কোম্পানী থেকে ক্ষতির পূরণ পাওনা তার। কিন্তু সংশ্লিষ্ট বীমা কোম্পানী স্টার্কের ক্ষতিপূরণের অর্থ দেয়নি। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।

[৪]খেলতে না পারার কারণে বীমা কোম্পানী থেকে ১.৫৩ মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা এই অজি তারকার। টাকা না পেয়ে তিনি মামলাও করেছিলেন। কিন্তু বীমা কোম্পানীটি দাবি করে আসছে, স্টার্কের ইনজুরিটি ভুয়া। কোম্পানীর সন্দেহ কাটাতে শেষ পর্যন্ত তিনি ওই ইনজুরির সময়কার দু’টি ভিডিও পাঠিয়েছেন।

[৫]তবে বীমা সংস্থা বারবারই দাবি করে আসছে, স্টার্কের চোটটি হঠাৎ পাওয়া নয়। বরং আগেই ছিল, সেটিই আস্তে আস্তে বেড়েছে। পাঠানো দু’টি ভিডিওর একটিও দেখেনি বীমা কোম্পানি। ১ মিনিট ৩৭ সেকেন্ড ও ৭ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিও দুটি প্রাপ্তির খবর স্বীকার করেছেন প্রতিষ্ঠানটি। আগামি ১২ আগস্ট এ নিয়ে দায়ের করা মামলার শুনানী অনুষ্টিত হবে। আদালত থেকেই তাই রায় আসতে পারেন স্টার্কের পাওনার বিষয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়