এস এম নূর মোহাম্মদ: [২] সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে নিয়মিত কার্যক্রম চালাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে আবেদন জানানো হয়েছে। রোববার সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মোমতাজউদ্দিন আহমদ মেহেদী এ আবেদন করেন।
[৩] আবেদনে বলা হয়, গত ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্ট এবং ২৬ মার্চ থেকে দেশের সব আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। সরকার ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালু করেছে। তবে ৯৫ শতাংশ আইনজীবী প্রশিক্ষণ না থাকায় ও ইন্টারনেট সুবিধার অভাবে ভার্চুয়াল কোর্টে মামলা করতে পারছেনা।
[৪] মেহেদী বলেন, করোনা একটি দীর্ঘ মেয়াদি বৈশ্বিক সমস্যা। এটা কতদিন স্থায়ী হবে তা কেউই জানে না। এর জন্য দরকার সচেতনতা ও সাবধানতা। জীবন তো আর থেমে থাকতে পারে না। তাই প্রধান বিচারপতির কাছে দেশের সমগ্র আদালত খোলে দিতে অনুরোধ করছি।