সিরাজুল ইসলাম : [২] ইউটিউব চ্যানেল পিএম মিউজিক থেকে গত সপ্তাহে এটি বের হয়েছে। এর কথা লিখেছেন ওয়াহিদ রুবেল। সুর ও মিউজিক করেছেন মহিদুল হাসান মন। ভিডিওতে ছিলেন আসাদুজ্জামান আজাদ।
[৩] এরই মধ্যে ‘তুই ভালোছিলি না’ গানটির ৮৩ লাখ ভিউ হয়েছে। নভেল করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও এই সঙ্গীত শিল্পী ২০টি গানের রিহার্সাল ও রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ৫টি গানের ভিডিও নির্মাণ শেষ হয়েছে। পান্না আর তুর্য্য দ্বৈত কণ্ঠে ‘বন্ধু আইসো রে’ গানটির মিউজিক ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখা যাবে। গানটির সুরকার ও গীতিকার এস কে শানু আর মিউজিক করেছেন তুর্য্য।
[৪] পান্না খানম বলেন, গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।