শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে জাতীয় পার্টির কর্মসূচি

শাহীন খন্দকার : [২] আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাপা কোভিড-১৯ সংক্রমণজনিত বৈশ্বিক পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের জন্য পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি, মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপিকে আহ্বায়ক এবং প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এমপিকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করে দিয়েছেন।

[৩] তারা এই কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভূক্ত করবেন। ১৪ জুলাই-এর কর্মসূচীর মধ্যে থাকবে : সারাদেশে জাতীয় পার্টির সকল কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা। সকল দলীয় কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত কুরআন তেলোওয়াত এবং বিকেলে প্রত্যেক কার্যালয়ে পল্লীবন্ধু এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

[৪] কেন্দ্রীয়ভাবে পার্টির চেয়ারম্যান এর নেতৃত্বে পার্টির সিনিয়র নেতৃবৃন্দ সকাল ১০ ঘটিকায় রংপুরে পল্লীবন্ধুর কবর জিয়ারত করতে যাবেন। সেখানে পল্লীবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সেখান থেকে নেতৃবৃন্দ ঢাকায় ফিরে আসবেন। বিকেলে পার্টির কাকরাইলস্থ্য কেন্দ্রীয় কার্যালয়ে পল্লীবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনষ্ঠিত হবে। এসময়ে জি এম কাদের সহ পার্টির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। জাতীয় পার্টি চেয়ারম্যান-এর প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় প্রেরিত বার্তায় জানানো হয় যে, বনানীস্থ’ পার্টির চেয়ারম্যানের কার্যালযে দিন ব্যাপী কুরআন তেলোওয়াত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পার্টির সকল অঙ্গসংগঠন জাতীয় পার্টির সাথে সমন্বয় রেখে একই কর্মসূচী পালন করবে বলে বার্তায় জানানো হয়।

[৫] জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল এবং চেয়ারম্যানের বনানীস্থ’ কার্যালয়ে দোয়া মাহফিল পরিচালনা করবেন, জাপা প্রেসিডিয়াম সদস্য এবং ওলামা পার্টির সভাপতি ক্বারী মো. হাবিবুল্লাহ বেলালী। পল্লীবন্ধু এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এইসব কর্মসূচীতে অংশগ্রহণকারী প্রত্যেক নেতাকর্মীকে করোনা সংক্রমণজনিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য চেয়ারম্যান সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়