রাশিদ রিয়াজ : [২] সুদানের দুর্নীতি দমন কমিটি বলছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশির অজ্ঞাতনামা উৎস থেকে মাসে দুই কোটি ডলার বেতন পেতেন। কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-ফাকি জানান সাবেক প্রেসিডেন্ট বশিরের একটি ব্যাংক এ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে যেখানে ওই টাকা এসে জমা হত।
[৩] দুর্নীতি কমিটি জানায় দক্ষিণ সুদান ভাগ না হওয়া পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট প্রতি মাসে এ অর্থ পেতেন।
[৪] এক পর্যায়ে সাবেক প্রেসিডেন্টের কাছে পাঠানো অর্থ কমে ৮ পরবর্তীতে ৩ মিলিয়ন ডলারে দাঁড়ায়। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার একাউন্টে অর্থ আসা বন্ধ হয়ে পড়ে।
[৫] গত এপ্রিলে সুদানের সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন বশির।