শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ১৮ জুন, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটগ্রামে পোড়ানো হলো পাঁচ হাজার মিটার কারেন্ট জাল

নিউজ ডেস্ক :  লালমনিরহাটে পাটগ্রামে বর্ষায় প্লাবিত বিভিন্ন প্লাবন ভূমি ও নদীতে অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত হোকশ জাল (সেট ব্যাগ নেট) ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে তিনটি হোকশ জাল ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে ও মঙ্গলবার দুই দিনব্যাপী পাটগ্রাম উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমানের নেতৃত্বে জগতবেড় ইউনিয়নের বর্ষায় প্লাবিত বিভিন্ন প্লাবন ভূমি ও নদী থেকে এ সব অবৈধ জাল জব্দ করা হয়।

পরে বুধবার (১৭ জুন) দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মশিউর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো: আসাদুল্লার উপস্থিতিতে আগুন দিয়ে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লা বলেন,‘ অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার কারনে তিনটি হোকশ জাল ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল আমরা উদ্ধার করে পুড়িয়ে ফেলেছি। ’

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সূত্র : কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়