শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি না হলেও ভাতা বেড়েছে

বিশ্বজিৎ দত্ত : [২] যা ৬টি মন্ত্রণালয়ের উন্নয়ন ছাড়া অন্যান্যদের গড় বরাদ্দের প্রায় দ্বিগুণ। করোনায় বেসরকারি চাকুরিজীবীদের বেতন কত কমেছে তার এখনো কোন হিসাব নেই। তবে, ব্যাংক, মিডিয়া, গার্মেন্ট ও অসংগঠিত বিভিন্নখাতের কর্মকর্তা কর্মচারিদের বেতন কমেছে গড়ে প্রায় ২৫ শতাংশ।

[৩] এই ক্ষেত্রে ব্যাতিক্রম সরকারি চাকুরিজীবীরা। তাদের বেতন ভাতা এমন কি কোন সুযোগ সুবিধাও কমেনি। বরংচ কোন কোন ক্ষেত্রে তা বৃদ্ধি করা হয়েছে।উল্লেখ্য, পাকিস্তানের বাজেটে সরকারি কর্মচারিদের বেতন ভাতা বৃদ্ধির প্রস্তাব আইএমএফ করলেও সরকার তা নাকচ করে দিয়েছে।

[৪] বাজেটের ব্যয় বিশ্লেষণে দেখানো হয়েছে, সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বেতন বাবদ সরকারের খরচ হবে ৩৬৭২০ কোটি টাকা। অন্যদিকে ভাতায় খরচ হবে ৩১৬২৬ কোটি টাকা।

[৫] চলতি বছরের বাজেটে ভাতার পরিমাণ ছিল ২৮৭২৮ কোটি টাকা। এটি সংশোধন করে ২৯১২৩ কোটি টাকা করা হয়। এবারের বাজেটে তা আরো ২ হাজার ৫০০ কোটি টাকা বৃদ্ধি করে ৩১৬২৬ কোটি টাকার হয়েছে। যা সরকারের স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ, প্রযুক্তি. গণপূর্ত ছাড়া যে কোন মন্ত্রণালয়ের গড় উন্নয়ন বাজেটের দ্বিগুণ। এমনকি এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন বরাদ্দেরও বেশি।

[৬] এ বিষয়ে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার মোয়াজ্জেম বলেন, আমরা বলেছিলাম সরকারের রাজস্ব ব্যয়ের অপচয় কমানোর জন্য। কিন্তু বাস্তবে তার উল্টো ঘটেছে যেনতেনভাবে প্রশাসনিক সিদ্ধান্তে ভাতাদির নামে সরকারের অন্নোনয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে। আমরা আগে যেভাবে দেখেছি ধান কাটা শিখতে বিদেশ সফর। নানা ভাবে সফর। এসব এই বাজেটে কমানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়