শিরোনাম
◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি না হলেও ভাতা বেড়েছে

বিশ্বজিৎ দত্ত : [২] যা ৬টি মন্ত্রণালয়ের উন্নয়ন ছাড়া অন্যান্যদের গড় বরাদ্দের প্রায় দ্বিগুণ। করোনায় বেসরকারি চাকুরিজীবীদের বেতন কত কমেছে তার এখনো কোন হিসাব নেই। তবে, ব্যাংক, মিডিয়া, গার্মেন্ট ও অসংগঠিত বিভিন্নখাতের কর্মকর্তা কর্মচারিদের বেতন কমেছে গড়ে প্রায় ২৫ শতাংশ।

[৩] এই ক্ষেত্রে ব্যাতিক্রম সরকারি চাকুরিজীবীরা। তাদের বেতন ভাতা এমন কি কোন সুযোগ সুবিধাও কমেনি। বরংচ কোন কোন ক্ষেত্রে তা বৃদ্ধি করা হয়েছে।উল্লেখ্য, পাকিস্তানের বাজেটে সরকারি কর্মচারিদের বেতন ভাতা বৃদ্ধির প্রস্তাব আইএমএফ করলেও সরকার তা নাকচ করে দিয়েছে।

[৪] বাজেটের ব্যয় বিশ্লেষণে দেখানো হয়েছে, সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের বেতন বাবদ সরকারের খরচ হবে ৩৬৭২০ কোটি টাকা। অন্যদিকে ভাতায় খরচ হবে ৩১৬২৬ কোটি টাকা।

[৫] চলতি বছরের বাজেটে ভাতার পরিমাণ ছিল ২৮৭২৮ কোটি টাকা। এটি সংশোধন করে ২৯১২৩ কোটি টাকা করা হয়। এবারের বাজেটে তা আরো ২ হাজার ৫০০ কোটি টাকা বৃদ্ধি করে ৩১৬২৬ কোটি টাকার হয়েছে। যা সরকারের স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ, প্রযুক্তি. গণপূর্ত ছাড়া যে কোন মন্ত্রণালয়ের গড় উন্নয়ন বাজেটের দ্বিগুণ। এমনকি এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন বরাদ্দেরও বেশি।

[৬] এ বিষয়ে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার মোয়াজ্জেম বলেন, আমরা বলেছিলাম সরকারের রাজস্ব ব্যয়ের অপচয় কমানোর জন্য। কিন্তু বাস্তবে তার উল্টো ঘটেছে যেনতেনভাবে প্রশাসনিক সিদ্ধান্তে ভাতাদির নামে সরকারের অন্নোনয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে। আমরা আগে যেভাবে দেখেছি ধান কাটা শিখতে বিদেশ সফর। নানা ভাবে সফর। এসব এই বাজেটে কমানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়