শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ১৪ জুন, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজদিখানে করোনায় প্রবাসীসহ ৩ জনের মৃত্যু

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: [২] মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে পাউসার গ্রামে শুক্রবার সন্ধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আনোয়ার আলী (৯০) নামে এক ব্যক্তি। তিনি শেখরনগর ইউনিয়নের পাউসার গ্রামের মৃত ইশাদ আলীর ছেলে। তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে মারা যান। ঐ রাতেই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার বয়রাগাদী ই্উনিয়নের রায়ের বাগ গ্রামের আবুল বেপারী (৬৮) নামে আরো এক ব্যাক্তির মৃত্যু হয়। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন। সে রায়ের বাগ গ্রামের মৃত কালু বেপারীর ছেলে। এছাড়া উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদী গ্রামের আয়নাল হক মৃধার ছেলে সৌদি প্রবাসী মো. বাবুল মৃধা (৩৫) নামে একজন করোনায় আক্রান্ত হয়ে সৌদিআরবে মারা গেছেন। তার স্বজনরা জানিয়েছেন শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে সৌদীআরবে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু ঘটে। তার লাশ সেখানেই দাফন করা হবে বলে স্বজনরা জানায়। তারা আরো জানান গত মার্চ মাসে সে করোনা দুর্যোগে স্থানীয় দরীদ্রদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর তার ব্যবসার কাজে সৌদিআরবে আবার চলে যান। ওখানে যাওয়ার কিছুদিন পর সে করোনায় আক্রান্ত হন।

[৩] আবুল বেপারীর লাশ শনিবার দুপুরে জানাযা শেষে গোড়াপীপাড়া কবরস্থানে দাফন করা হয়। তার জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা মসজিদের খতিব মাওলানা সোয়াইব হোসাইন, থানা পুলিশের ৩ সদস্যসহ স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় জানাযা ও দাফনে সহায়তা করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ৪ সদস্য।

[৫] উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, গত ৬ জুন নমুনা সংগ্রহ করার পর ৮ জুন তাদের দুজনের করোনা শনাক্ত হয়েছে। এরপর ৯ জুন আনোয়ার আলীকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে আবুল বেপারী ঢাকায় একটি হাসপাতালে ভর্তি হন। এনিয়ে সিরাজদিখানে করোনায় মৃতের সংখ্যা ৫ জন। শনিবার নতুন কওে আরো ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিরাজদিখানে মোট আক্রান্তের সংখ্যা ২২৮ জন। আর সুস্থ্য হয়েছেন ৬৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়