শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর সরকারি হাসপাতালে আইসিইউ সংখ্যা কাগজকলমে ১৩৭, আছে ৬৪টি

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল ইসলাম জানান, এই মুহুর্তে রাজাধানীতে সরকারি হাসপাতালে সচল আইসিইউ আছে ১৩৭টি। তার কথার সূত্র ধরে কোভিড-১৯ নির্ধারিত হাসপাতালগুলোর পরিচালক ও কর্মরতাদের সঙ্গে কথা হয়। তারা নিজেদের হাসপাতালের আইসিইউয়ের অবস্থা জানান। পরে খোজ নিয়ে জানা যায়, লোকবল ও যন্ত্রাংশের অভাবে বন্ধ আছে ৭৩টি আইসিইউ।

[৩] সরকারি হিসেবে কুয়েত মৈত্রি হাসপাতালে দেখানো হচ্ছে আইসিইউ আছে ২৬টি। কিন্তু এর সচল আইসিইউ ১৬টি। আরো ১০টি আইসিইউ অকেজো হয়ে আছে লোকবলের অভাবে।

[৪] শেখ রাসেলের ১৬টির ১৪টি সচল। দুটি নষ্ট। তবে এই হাসপাতালের কোনো কিছুই সাধারণের জন্য না। ভিআইপিদের জন্য।

[৫] মহানগর হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ রয় জানান, যন্ত্রপাতি না দিলে কিভাবে চালাবো আইসিইউ। স্বাস্থ্য অধিদপ্তারের হাসপাতাল পরিচালক তাকে জানিয়েছেন যন্ত্রাংশ নাই। এখানে ৫টি আইসিইউ আছে হিসেব দেখালেও মূলত আইসিইউ সচল নেই।

[৬] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড রোগিদের জন্য খাতা কলমে আছে ৪৮টি আইসিইউ। কিন্তু বাস্তাবে আছে ১৪টি।

[৭] মুগদার ১০টি আইসিইউ সচল রয়েছে।

[৮] লালকুটি হাসপাতালের ৫টি এখনো প্রস্তুত নয় সার্ভিস দিতে। এটিও দেখানো হয়েছে সচল।

[৯] নাম প্রকাশে অনিচ্ছুক কুর্মিটোলা হাসপাতালের দ্বায়িত্বশীল একজন চিকিৎসক জানান, এই হাসপাতালে ১০টি আইসিইউ সচল রয়েছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের খাতা কলমে আছে ২৭ টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়