শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর সরকারি হাসপাতালে আইসিইউ সংখ্যা কাগজকলমে ১৩৭, আছে ৬৪টি

লাইজুল ইসলাম : [২] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল ইসলাম জানান, এই মুহুর্তে রাজাধানীতে সরকারি হাসপাতালে সচল আইসিইউ আছে ১৩৭টি। তার কথার সূত্র ধরে কোভিড-১৯ নির্ধারিত হাসপাতালগুলোর পরিচালক ও কর্মরতাদের সঙ্গে কথা হয়। তারা নিজেদের হাসপাতালের আইসিইউয়ের অবস্থা জানান। পরে খোজ নিয়ে জানা যায়, লোকবল ও যন্ত্রাংশের অভাবে বন্ধ আছে ৭৩টি আইসিইউ।

[৩] সরকারি হিসেবে কুয়েত মৈত্রি হাসপাতালে দেখানো হচ্ছে আইসিইউ আছে ২৬টি। কিন্তু এর সচল আইসিইউ ১৬টি। আরো ১০টি আইসিইউ অকেজো হয়ে আছে লোকবলের অভাবে।

[৪] শেখ রাসেলের ১৬টির ১৪টি সচল। দুটি নষ্ট। তবে এই হাসপাতালের কোনো কিছুই সাধারণের জন্য না। ভিআইপিদের জন্য।

[৫] মহানগর হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ রয় জানান, যন্ত্রপাতি না দিলে কিভাবে চালাবো আইসিইউ। স্বাস্থ্য অধিদপ্তারের হাসপাতাল পরিচালক তাকে জানিয়েছেন যন্ত্রাংশ নাই। এখানে ৫টি আইসিইউ আছে হিসেব দেখালেও মূলত আইসিইউ সচল নেই।

[৬] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড রোগিদের জন্য খাতা কলমে আছে ৪৮টি আইসিইউ। কিন্তু বাস্তাবে আছে ১৪টি।

[৭] মুগদার ১০টি আইসিইউ সচল রয়েছে।

[৮] লালকুটি হাসপাতালের ৫টি এখনো প্রস্তুত নয় সার্ভিস দিতে। এটিও দেখানো হয়েছে সচল।

[৯] নাম প্রকাশে অনিচ্ছুক কুর্মিটোলা হাসপাতালের দ্বায়িত্বশীল একজন চিকিৎসক জানান, এই হাসপাতালে ১০টি আইসিইউ সচল রয়েছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের খাতা কলমে আছে ২৭ টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়