মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে উপসর্গ নিয়ে মৃত সেই ব্যক্তি ও তার স্ত্রীর (৪০)করোনা পজিটিভ। বৃহস্পতিবার( ১১জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা এ তথ্য নিশ্চিত করেছেন।
[৩] তিনি জানান, উপসর্গ নিয়ে মৃত ওই ব্যক্তিসহ তার সংস্পর্শে থাকা লোকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে।আজ রাতে রিপোর্ট পাওয়া গেলে মৃত ব্যক্তি ও তার স্ত্রীর করোনা পজিটিভ আসে। তার স্ত্রীর কোন উপসর্গ না থাকা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ২৫৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে মৃত ব্যক্তিসহ ৪ জন পজিটিভ থাকলো ইতিমধ্যে দুজন সুস্থ হয়েছে।
[৪] উল্লেখ, গত ৪ জুন উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিসমতপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে ৪৬ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।