বিশ্বজিৎ দত্ত : [২]পাকিস্তানের বাজেট অধিবেশনেও সংসদ সদস্যদের মাত্র ২৫ শতাংশ উপস্থিত থাকতে পারবেন বলে ফরমান দিয়েছেন স্পিকার। উপস্থিতি কমের এই মিল থাকলেও বাজেট ব্যায় ও বিভিন্ন খাতে বরাদ্দ নিয়ে রয়েছে বিস্তর ফারাক।
[৩] জিওটিভির নিউজে বলা হয়, এবারের পাকিস্তানের বাজেটের আকার হতে পারে ৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩ লাখ ৮০ হাজার টাকার মতো। বাংলাদেশের প্রস্তাবিত বাজেট প্রায় ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এই হিসাবে পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ বাজেট করছে।
[৪] পাকিস্তানের এই বাজেটের ৪ বিলিয়ন ডলার অর্র্থাৎ ৩৩ হাজার কোটি টাকা রাখা হয়েছে সামাজিক নিরাপত্তায়। অন্যদিকে বাংলাদেশ রেখেছে ৯৬ হাজার কোটি টাকা।
[৫] পাকিস্তানে বাজেটের সর্ব্বোচ্চ বরাদ্দ সামরিক খাতে। প্রায় ৮ বিলিয়ন ডলার। অর্থাৎ টাকায় ৬৪ হাজার কোটি টাকা। বাংলাদেশে সর্বোচ্চ বরাদ্দ শিক্ষায়। প্রায় ৭৬ হাজার কোটি টাকা।
[৬] পাকিস্তানে বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২০-২১ সালের প্রবৃদ্ধি নির্ধারণ করেছে ২ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ ৮ দশমিক ২ শতাংশ। পাকিস্তানে বাজেট ঘাটতি ৯ শতাংশ বাংলাদেশে ৫ দশমিক ৫ শতাংশ।
[৭] পাকিস্তানের অর্থনীতিবিদ,মাহবুবুল হক ও সাংবাদিক জাইগাম খান বলেছেন, বাজেট উপস্থাপনের ক্ষেত্রে বাংলাদেশকে অনুসরণ করুন