শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নারী দলের জন্য আনা হবে ইউরোপীয় কোচ, আনজুর চুক্তি নবায়ন করছে না বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] চুক্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজেই সরে দাঁড়িয়ে অন্য দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ নারী দলের কোচ আনজু জেইন। তবে বিসিবিও তার পারফরম্যান্সে সন্তুষ্ট না। ফলে চুক্তি নবায়ন হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

[৩] সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই তার সাথে চুক্তি ছিল বিসিবির। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। অন্যদিকে আনজুও ভারতের ঘরোয়া দল বারোদার নারীদের সামলানোর দায়িত্ব পেয়েছেন। তার বিদায়ে নতুন কোচ খোঁজার মিশনে নেমেছে বিসিবি, শীঘ্রই চূড়ান্ত হবে বলেও জানা গিয়েছে।

[৪] চৌধুরী নাদেল বলেন, আগেই নিশ্চিত ছিল আনজুর সঙ্গে আমরা চুক্তির মেয়াদ বাড়াবো না। বিশ্বকাপের পরই কোচ খোঁজা শুরু করি। কিন্তু করোনার কারণে সব কিছু থেমে যায়। তবে এরই মধ্যে চার থেকে পাঁচজন কোচ আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্য থেকেই একজন আসবে। নাম প্রকাশ করবো না। তবে বলতে পারি এবার নারী দলের কোচ হবে ইউরোপিয়ান।

[৫] গত ২৩ মে করোনা পজিটিভ হন বিসিবির এই পরিচালক। অবস্থান করেন নিজ শহর সিলেটে। অসুস্থতার জন্য নারী দলের কোচ নিয়োগের বিষয়টি দেখভালের দায়িত্ব দেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনকে।

[৬] করোনা পরিস্থিতির কারণে কোচ নিয়োগের প্রকিয়াতেও কিছুটা বাড়তি সময় লাগবে বলে জানান নারী বিভাগের প্রধান। ‘বিশ্বের যে পরিস্থিতি তাতে সব কিছুতেই একটু সময় লাগছে। তারপরও আমরা কাজ করে যাচ্ছি। হয়তো ১৫ দিনের মধ্যেই কোচ নিয়োগ দিতে পারি। আর ক্রিকেট তো এখন বন্ধ। আমরা চাইছি যে শুরু হলে দ্রুতই কাজ শুরু করতে পারি।’ যোগ করেন নাদেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়