শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নারী দলের জন্য আনা হবে ইউরোপীয় কোচ, আনজুর চুক্তি নবায়ন করছে না বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] চুক্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজেই সরে দাঁড়িয়ে অন্য দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ নারী দলের কোচ আনজু জেইন। তবে বিসিবিও তার পারফরম্যান্সে সন্তুষ্ট না। ফলে চুক্তি নবায়ন হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল।

[৩] সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই তার সাথে চুক্তি ছিল বিসিবির। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। অন্যদিকে আনজুও ভারতের ঘরোয়া দল বারোদার নারীদের সামলানোর দায়িত্ব পেয়েছেন। তার বিদায়ে নতুন কোচ খোঁজার মিশনে নেমেছে বিসিবি, শীঘ্রই চূড়ান্ত হবে বলেও জানা গিয়েছে।

[৪] চৌধুরী নাদেল বলেন, আগেই নিশ্চিত ছিল আনজুর সঙ্গে আমরা চুক্তির মেয়াদ বাড়াবো না। বিশ্বকাপের পরই কোচ খোঁজা শুরু করি। কিন্তু করোনার কারণে সব কিছু থেমে যায়। তবে এরই মধ্যে চার থেকে পাঁচজন কোচ আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্য থেকেই একজন আসবে। নাম প্রকাশ করবো না। তবে বলতে পারি এবার নারী দলের কোচ হবে ইউরোপিয়ান।

[৫] গত ২৩ মে করোনা পজিটিভ হন বিসিবির এই পরিচালক। অবস্থান করেন নিজ শহর সিলেটে। অসুস্থতার জন্য নারী দলের কোচ নিয়োগের বিষয়টি দেখভালের দায়িত্ব দেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনকে।

[৬] করোনা পরিস্থিতির কারণে কোচ নিয়োগের প্রকিয়াতেও কিছুটা বাড়তি সময় লাগবে বলে জানান নারী বিভাগের প্রধান। ‘বিশ্বের যে পরিস্থিতি তাতে সব কিছুতেই একটু সময় লাগছে। তারপরও আমরা কাজ করে যাচ্ছি। হয়তো ১৫ দিনের মধ্যেই কোচ নিয়োগ দিতে পারি। আর ক্রিকেট তো এখন বন্ধ। আমরা চাইছি যে শুরু হলে দ্রুতই কাজ শুরু করতে পারি।’ যোগ করেন নাদেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়