শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৯:১৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রক্তের যে গ্রুপধারী কোভিড১৯ আক্রান্তদের স্বাস্থ্যঝুঁকি বেশি

ডেস্ক নিউজ: [২] করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত গুরুতর রোগী এবং রক্তের ‘এ’ গ্রুপধারীদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। জিনগতভাবে অন্তত ৬ শতাংশ মানুষের রক্তের গ্রুপ দুর্বল প্রকৃতির। তাই তারা করোনায় আক্রান্ত হলে বেশি ঝুঁকিতে পড়ছেন। স্কাই নিউজ, জে নিউজ

[৩] সম্প্রতি জার্মানির কিয়েল ইউনিভার্সিটির একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তারা বলছেন, জিনগত কিছু বৈশিষ্ট্যের মিল থাকা ও রক্তের গ্রুপ যাদের এ তারা করোনাভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অবস্থায় পড়ছেন।

[৪] গত মার্চে চীনের বিজ্ঞানীরা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলে যারা সবচেয়ে বেশি গুরুতর অবস্থায় পড়ছেন তাদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘এ’। এছাড়া রক্তের ‘এ’ পজেটিভ ও ‘এ’ নেগেটিভ গ্রুপধারীদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সংক্রমিত হওয়ার ক্ষেত্রে তুলনামূলক কম ঝুঁকিতে আছেন রক্তের ‘ও’ গ্রুপধারীরা।

[৫] তবে অন্যদের তুলনায় ‘এ’ গ্রুপধারী রোগীদের ক্ষেত্রে অক্সিজেন কিংবা লাইফ সাপোর্টের প্রয়োজন হওয়ার হার ৫০ শতাংশ বেশি। এমনকি করোনায় মৃত্যুর দিক দিয়েও এই গ্রুপের রক্ত ও জিনগতভাবে দুর্বল সেই ছয় শতাংশ ব্যক্তির সংখ্যা বেশি।

[৬] যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে মৃতদের মধ্যে ৪০ শতাংশই তরুণ। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, গত ৩০ মের মধ্যে হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৩০ শতাংশের বয়স ১৮ থেকে ৪৯ বছরের মধ্যে।

[৭] এই বয়সে করোনা আক্রান্ত হয়ে যাদের অবস্থা গুরুতর হয়ে যাচ্ছে তাদের নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানিরা। এর কারণ জিনগত ব্যাপার হতে পারে বলে প্রাথমিকভাবে বিজ্ঞানিদের ধারণা। এ কারণে জার্মানির কিয়েল ইউনিভার্সিটির একদল গবেষক ইতালির করোনায় গুরুতর রোগীদের নমুনা সংগ্রহ করেছেন। প্রায় ১ হাজার ৬১০ করোনাভাইরাস আক্রান্ত রোগীর নমুনা নিয়ে কাজ করছেন তারা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়