শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় মানবপাচার : পল্টন থানায় ভুক্তভোগী এক যুবকের বাবা ও সিআইডির পৃথক মামলা

সুজন কৈরী : [২] মানবপাচারের সঙ্গে জড়িত ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মানবপাচার ও সন্ত্রাসবাদ দমন আইনে মামলা করেছেন এক ভুক্তভোগীর বাবা। মে মাসের আগে দুই দফায় মোট সাত লাখ টাকায় দালালের মাধ্যমে লিবিয়ায় গিয়ে আটকে পড়া রাকিব নামে ওই যুবকের বাবা বাদী শরিয়তপুরের মান্নান মুন্সি বৃহস্পতিবার রাতে এ মামলা করেন। মামলাটি তদন্ত করবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

[৩] এছাড়া লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ও আরও ১১জন আহতের ঘটনায় আরও একটি মামলা দায়ের করেছে সিআইডি।

[৪] শুক্রবার ডিবির উত্তর বিভাগের ডিসি মশিউর রহমান জানান, বাদীর ছেলেসহ অন্যদের লিবিয়ায় নেয়া ও মামলার আসামিরা ছাড়াও আর কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হবে এবং আইনের আওতায় আনা হবে।

[৫] মামলার বাদী মান্নান মুন্সি সাংবাদিকদের জানান, গত ৭-৮ মাস আগে পরিচিত অনেক টাকা বেতনের প্রলোভন দেখিয়ে মহসিন ও মনির তার ছোট ছেলে রাকিবকে লিবিয়ায় পাঠানোর কথা বলেন। রাজি হয়ে প্রথম দফায় কিছু জমি-জমা বিক্রি করে সাড়ে তিন লাখ টাকা মহসিনকে দেয়া হয়। এরপর রাকিবকে লিবিয়ায় পাঠানো হয়। কিন্তু সেখানে তাকে জিম্মি করে আরও সাড়ে তিন লাখ টাকার জন্য নির্যাতন করা হয়। ছেলেকে জিম্মি করে মারধর করা হচ্ছে জেনে সহ্য করতে না পেরে বাকি জমি-জমা বিক্রি করে মহসিনের হাতে আরও সাড়ে তিন লাখ টাকা দেয়া হয়। এ সময় মনির লিবিয়ায় থাকলেও মারধর বন্ধ হয়নি।

[৬] তিনি জানান, সম্প্রতি লিবিয়ায় সংগঠিত নৃশংস হত্যার ঘটনায় রাকিব বেঁচে গিয়ে ফোনে জানিয়েছেন, তিনি পালিয়েছেন। এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ হয়নি। যে বা যারা রাকিবকে জিম্মি করে মারধর করছে তাদের শাস্তি দিতে আইনের আশ্রয় নিয়েছেন।

[৭] এদিকে বৃহস্পতিবার রাতে মানবপাচার এবং হত্যার অভিযোগে পল্টন থানায় একটি মামলা করেছে সিআইডি।

[৮] পল্টন থানার ডিউটি অফিসার এসআই শাহিন উদ্দিন জানান, সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়