শিরোনাম
◈ গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প: বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় মানবপাচার : পল্টন থানায় ভুক্তভোগী এক যুবকের বাবা ও সিআইডির পৃথক মামলা

সুজন কৈরী : [২] মানবপাচারের সঙ্গে জড়িত ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মানবপাচার ও সন্ত্রাসবাদ দমন আইনে মামলা করেছেন এক ভুক্তভোগীর বাবা। মে মাসের আগে দুই দফায় মোট সাত লাখ টাকায় দালালের মাধ্যমে লিবিয়ায় গিয়ে আটকে পড়া রাকিব নামে ওই যুবকের বাবা বাদী শরিয়তপুরের মান্নান মুন্সি বৃহস্পতিবার রাতে এ মামলা করেন। মামলাটি তদন্ত করবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

[৩] এছাড়া লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যা ও আরও ১১জন আহতের ঘটনায় আরও একটি মামলা দায়ের করেছে সিআইডি।

[৪] শুক্রবার ডিবির উত্তর বিভাগের ডিসি মশিউর রহমান জানান, বাদীর ছেলেসহ অন্যদের লিবিয়ায় নেয়া ও মামলার আসামিরা ছাড়াও আর কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হবে এবং আইনের আওতায় আনা হবে।

[৫] মামলার বাদী মান্নান মুন্সি সাংবাদিকদের জানান, গত ৭-৮ মাস আগে পরিচিত অনেক টাকা বেতনের প্রলোভন দেখিয়ে মহসিন ও মনির তার ছোট ছেলে রাকিবকে লিবিয়ায় পাঠানোর কথা বলেন। রাজি হয়ে প্রথম দফায় কিছু জমি-জমা বিক্রি করে সাড়ে তিন লাখ টাকা মহসিনকে দেয়া হয়। এরপর রাকিবকে লিবিয়ায় পাঠানো হয়। কিন্তু সেখানে তাকে জিম্মি করে আরও সাড়ে তিন লাখ টাকার জন্য নির্যাতন করা হয়। ছেলেকে জিম্মি করে মারধর করা হচ্ছে জেনে সহ্য করতে না পেরে বাকি জমি-জমা বিক্রি করে মহসিনের হাতে আরও সাড়ে তিন লাখ টাকা দেয়া হয়। এ সময় মনির লিবিয়ায় থাকলেও মারধর বন্ধ হয়নি।

[৬] তিনি জানান, সম্প্রতি লিবিয়ায় সংগঠিত নৃশংস হত্যার ঘটনায় রাকিব বেঁচে গিয়ে ফোনে জানিয়েছেন, তিনি পালিয়েছেন। এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ হয়নি। যে বা যারা রাকিবকে জিম্মি করে মারধর করছে তাদের শাস্তি দিতে আইনের আশ্রয় নিয়েছেন।

[৭] এদিকে বৃহস্পতিবার রাতে মানবপাচার এবং হত্যার অভিযোগে পল্টন থানায় একটি মামলা করেছে সিআইডি।

[৮] পল্টন থানার ডিউটি অফিসার এসআই শাহিন উদ্দিন জানান, সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়