সালাহ্ উদ্দীন পল্লব
আমি কে? মাঝে মাঝে এদিক ওদিক শোনা যায়, ‘নিজেকে জানো’! আরো সহজ করে বললে, আমি কে? জ্ঞানী ব্যক্তিদের এটি একটি পছন্দের বাক্য। অনেকটা কী লালসালুর প্রশ্নের মত না? কারণ সবাই প্রশ্নটাই করে, উত্তর কেউ বলে দেয় না। কেউ শেখায় না নিজেকে জানার ঠিক উপায়। গোলমেলে? কীভাবে জানবো নিজেকে। আমি কে। জীব, পদার্থ, মানুষ। এসব নামতো আমরাই দিয়েছি। আসলেই আমি কে? আমি বিশ্বাসী? নাকি অন্বেষী? ধরা যাক, আমি এ বিশাল মহাবিশ্বের অতি ক্ষুদ্র একটা মাটির বলের উপর দাড়ানো এক ক্ষুদ্র কণা। তাহলে এই কণা কে? ব্যাপারটা জটিল হয়ে গেলো। আচ্ছা, তোমাদের চার পাশের হাজারো ভালো-খারাপ বিশেষণের মধ্যে আমার কী কী বিশেষণ নেই। একে একে বাদ দিলে শেষ পর্যন্ত একটা দুটা নিশ্চয়ই থাকবে, তাহলে কী আমি তা? যদি কিছুই অবশিষ্ট না থাকে।
আমি কে। সৃষ্টির সেরা জীবের অহংকার নিয়ে বড় হওয়া মানুষ আমি সেরা হয়ে বেঁচে থাকার মতো কী করেছি বা করছি? নাকি করবো বলে অপেক্ষায় আছি? অপেক্ষায় সময় শেষ হয়ে গেলে আমি কি তবে মৃত্যু? অংক শিখেছি ১ থেকে ১০ তারপর দশকের চলতি পথ। বয়স বাড়ে, গত থেকে বর্তমানে কখনো খেয়ালই করিনি আমি কোন কাজটা ভালো করেছি? কিংবা আরো ভালো করার তাগিদে বেড়ে উঠছি। তবে কি আমি চেষ্টা? সার্টিফিকেট কাগজগুলো বোঝায় আমি গড়পড়তা শিক্ষিত। এই শিক্ষা থেকে জানা জ্ঞান থেকে গড়পরতা কজন কে বলেছি বা শিখিয়েছি কিংবা সাহায্য করেছি? উত্তর নেই। তবেতো আমি শিক্ষিত বা জ্ঞানীও নই। একতরফার কোনো মূল্য নেই। কে আমি?