স্বপন দেব :[২] কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মাঝে উত্তর তিলকপুরা গ্রামের বাসিন্দা ইতিমধ্যে আক্রান্ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরীর স্ত্রী ও ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে।
[৩] অন্যজন মাধবপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও গ্রামে। তিনি সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেন বলে জানা যায়। এছাড়া ইতোমধ্যে আক্রান্ত তিন জনের রিপোর্টও পজিটিভ এসেছে। এ নিয়ে কমলগে ২৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এর মধ্যে ৪ জন সুস্থতা লাভ করেছেন এবং একজন মারা গেছে। আক্রান্তরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
[৪] কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া নতুন ৩ জন এবং পুরনো ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা : মুরাদ হাসান