শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. এমদাদুল হক : জিডিপি, বাজেট, রাজ্য শাসন, রাজ্য জয় ক্ষমতার রাজনীতি, প্রাসাদ ষড়যন্ত্র, হেরেম নিয়ে ব্যস্ত তুমি, তুমি প্রেমের কী বুঝবে!

ড. এমদাদুল হক : প্রিয় আত্মন, রুমি মসনবীতে লিখেছেনÑ লাইলীকে দেখে খলিফা বললেন- ‘তুমিই কি লাইলী? মজনু এমন দেওয়ানা তোমার জন্যই কি? অন্য সুন্দরীদের চেয়ে তুমি তো নও অধিক রূপসী’। লাইলী বললো, ‘খামোশ! যেহেতু তুমি মজনু নও’। রুমির কথা এখানেই শেষ। আর এখানেই তার মুন্সিয়ানা। তিনি কখনো কখনো নিগূঢ়তম ভাব ক্ষুদ্র আকারে প্রকাশ করেন, কখনো বা হালকা ভাব বৃহৎ আকারে প্রকাশ করেন। এখানে ‘খলিফা’ রূপকে বুঝানো হয়েছে রাজনৈতিক ইসলাম। লাইলী রূপকে বুঝানো হয়েছে আল্লাহ, প্রেমাস্পদ তথা প্রেমের ইসলাম। লাইলী (আল্লাহ) বলছেন- খামোশ!

রাজা। তুমি কী করে দেখবে, লাইলীর সৌন্দর্য? তোমার হৃদয়ে তো লাইলীর প্রতি প্রেম নেই। জিডিপি, বাজেট, রাজ্য শাসন, রাজ্য জয়, ক্ষমতার রাজনীতি, প্রাসাদ ষড়যন্ত্র, হেরেম নিয়ে ব্যস্ত তুমি! তুমি প্রেমের কী বুঝবে? খামোশ! রাজা। লাইলীর সৌন্দর্য নিয়ে প্রশ্ন করো না তুমি। লাইলীর সৌন্দর্য মজনুর জন্য সংরক্ষিত। মজনুর প্রয়োজন শুধু লায়লী। তোমার প্রয়োজন রাজত্ব। মজনু লায়লী ছাড়া আর কিছু চায় না। আর তোমার চাওয়া কখনো শেষ হয় না। অতএব, খামোশ। লায়লী বিষয়ে কথা বলো না তুমি। চুপ কর। লাইলীর প্রেম ছাড়া মজনুর প্রাণের তৃষ্ণা মেটানোর কেউ নেই। লাইলীর আশায় মজনু সর্বস্ব জলাঞ্জলি দিয়েছে- নিজেকে হারিয়ে, নিজেকে বিলিয়ে সে খুঁজে মরছে প্রাণের লায়লী। খামোশ রাজা। মজনু নও তুমি। তুমি কখনো দেখতে পাবে না লাইলীর রূপ। মনে রেখো। ‘আসমান ও জমিন আমাকে ধারণ করে না, আমাকে ধারণ করে প্রেমিকের হৃদয়’। প্রেম সকলের অগ্রগামী, আমি তার অনুগামী। অতএব, খামোশ। যেহেতু তুমি মজনু নও। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়