শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় বাংলাদেশী অপহরন চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব ১২

সোহাগ হাসান জয় : [২] লিবিয়ায় বাংলাদেশী অপহরন চক্রের ২ সদস্যকে বরগুনা থেকে আটক করেছে র‌্যাব ১২। (৩জুন) বুধবার দুপুরে র‌্যাব ১২ হেড কোয়াটারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান। র‌্যাব ১২ এর লেঃ কর্ণেল মোহাম্মদ খায়রুল ইসলাম জানান সম্প্রতি বরগুনার লিবিয়া প্রবাসী মুরশিদ গাজী ও বগুড়ার লিবিয়া প্রবাসী সাইফুল এই দুই জন লিবিয়ায় অপহৃত হয়। অপহরন কারিরা লিবিয়া থেকে ফেক ফেসবুক আইডি থেকে অপহৃত মুরশীদ গাজীর বড় ভাই বেলাল গাজীকে অপহরকারীদের নির্যাতনের একটি ভিডিও ফুটেজ পাঠায় এবং তাদের নিকট ৫লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপন না দেয়া হলে তাদের হত্যার হুমকি দেয়া হয়।

[৩] এসময় তাদের বিকাশ এবং নগদের নম্বর দেয়া হয়। অপহৃতদের মধ্যে মুরশীদের পরিবার সেই নম্বরে ১লাখ ৪০ হাজার টাকা এবং সাইফুলের পরিবার ১লাখ ৫০ হাজার টাকা প্রদান করে। স¤প্রতি র‌্যাবের হাতে সেই নির্যাতনের ভিডিও ফুটেজটি আসলে র‌্যাব ভিডিও ফুটেজ এবং মোবাইল নম্বরগুলোর সুত্র ধরে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে বরগুনার পাথর ঘাটা থেকে অপহরন কারী চক্রের মুলসদস্য লিবিয়া প্রবাসী সোহেলের ছোট ভাই সজল এবং নগদের এজেন্ট ইদ্রিস আলী আটক করে। এসময় অপহরন কাজে ব্যবহৃত ১১টি মোবাইল সেট,২৯টি সীমকার্ড,হিসেবের খাতাসহ নগদ টাকা উদ্ধার করে। তবে অপহৃতরা লিবিয়ায় সুস্থ্য রয়েছে বলে জানান র‌্যাব। সেই সাথে লিবিয়ায় বাংলাদেশীদের হত্যা চক্রের সাথে এই চক্র জড়িত আছে কিনা সেটা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়