শিরোনাম
◈ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার ◈ হাদির ওপর গুলি নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন ◈ অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’, দুই দিনে গ্রেপ্তার ১,০৪৩ ◈ বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে ৪০ নেতাকর্মী আহত ◈ নির্বাচন ঘিরে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও এমপি প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা প্রকাশ ◈ মনোনয়নপত্র সংগ্রহ করেই গ্রেপ্তার হলেন সাবেক যুবলীগ নেতা ◈ যুব এ‌শিয়া কা‌পে নেপাল‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো বাংলা‌দেশ ◈ কীভাবে ষড়যন্ত্র করলাম সেই প্রশ্ন থাকল আমার: সাংবাদিক আনিস আলমগীর কাঠগড়ায় কেঁদে ফেলেন ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দরে ঢুকল ভারতীয় পেঁয়াজ ◈ বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিবিয়ায় বাংলাদেশী অপহরন চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব ১২

সোহাগ হাসান জয় : [২] লিবিয়ায় বাংলাদেশী অপহরন চক্রের ২ সদস্যকে বরগুনা থেকে আটক করেছে র‌্যাব ১২। (৩জুন) বুধবার দুপুরে র‌্যাব ১২ হেড কোয়াটারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান। র‌্যাব ১২ এর লেঃ কর্ণেল মোহাম্মদ খায়রুল ইসলাম জানান সম্প্রতি বরগুনার লিবিয়া প্রবাসী মুরশিদ গাজী ও বগুড়ার লিবিয়া প্রবাসী সাইফুল এই দুই জন লিবিয়ায় অপহৃত হয়। অপহরন কারিরা লিবিয়া থেকে ফেক ফেসবুক আইডি থেকে অপহৃত মুরশীদ গাজীর বড় ভাই বেলাল গাজীকে অপহরকারীদের নির্যাতনের একটি ভিডিও ফুটেজ পাঠায় এবং তাদের নিকট ৫লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপন না দেয়া হলে তাদের হত্যার হুমকি দেয়া হয়।

[৩] এসময় তাদের বিকাশ এবং নগদের নম্বর দেয়া হয়। অপহৃতদের মধ্যে মুরশীদের পরিবার সেই নম্বরে ১লাখ ৪০ হাজার টাকা এবং সাইফুলের পরিবার ১লাখ ৫০ হাজার টাকা প্রদান করে। স¤প্রতি র‌্যাবের হাতে সেই নির্যাতনের ভিডিও ফুটেজটি আসলে র‌্যাব ভিডিও ফুটেজ এবং মোবাইল নম্বরগুলোর সুত্র ধরে অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে বরগুনার পাথর ঘাটা থেকে অপহরন কারী চক্রের মুলসদস্য লিবিয়া প্রবাসী সোহেলের ছোট ভাই সজল এবং নগদের এজেন্ট ইদ্রিস আলী আটক করে। এসময় অপহরন কাজে ব্যবহৃত ১১টি মোবাইল সেট,২৯টি সীমকার্ড,হিসেবের খাতাসহ নগদ টাকা উদ্ধার করে। তবে অপহৃতরা লিবিয়ায় সুস্থ্য রয়েছে বলে জানান র‌্যাব। সেই সাথে লিবিয়ায় বাংলাদেশীদের হত্যা চক্রের সাথে এই চক্র জড়িত আছে কিনা সেটা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়