শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে জমকালো জন্মদিন পালন, এসআই প্রত্যাহার

আরিফুল ইসলাম : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা ঝুঁকির মাঝে সামাজিক দূরত্ব না মেনে লোকজন জড়ো করে নিজের জন্মদিন পালন করার ঘটনায় অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন মোহাম্মদ কামরুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে বলে নির্ভয় যোগ্য সূত্রে জানা যায়। বুধবার (৩ জুন) তাকে অরুয়াইল পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সাংবাদিকদের জানান, এসআই কামরুজ্জামানকে অরুয়াইল ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

[৩] জানা গেছে, যতই দিন যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ রোধে সচেতন থেকে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার জন্য নিষেধ করেছে জেলা প্রশাসন। এ অবস্থায় গত ১লা জুন অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হোসাইন মোহাম্মদ কামরুজ্জামানের ৩৯ তম জন্মদিন ছিল। দিনটিকে রাঙিয়ে তুলতে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। ফাঁড়ির পাশে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের কক্ষ বেলুন ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয়। আনা হয় তিনটি কেক, বিস্কুট ও হরেক রকমের ফল। জন্মদিনের এ আয়োজনে বাজারের ব্যবসায়ীবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব না মেনে দলবদ্ধভাবে ফটোসেশন করা হয় অনুষ্ঠানে। জমকালো অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। দেশের বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে দায়িত্বশীল পদে থেকে এমন ‘কাণ্ডজ্ঞানহীন’ কর্মে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

[৪] তবে এসআই কামরুজ্জামান বলেন, আমার জন্মদিন উপলক্ষে ফাঁড়ির পুলিশ সদস্যরা অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রথমে ইউনিয়ন পরিষদের ছাদে আয়োজন করার কথা থাকলেও বিদ্যুতের সমস্যার কারণে ডিজিটাল সেন্টারে আয়োজন করা হয়। কখনোই আমার জন্মদিন এমনভাবে উদযাপন করা হয়নি। যা একবার আয়োজন করা হয়েছে, তা
নিয়ে সমস্যা হলো এখন।

[৫] উল্লেখ্য, মঙ্গলবার (২ জুন) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য ও প্রবাসীসহ ১৭২ জন করোনাভাইরারে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন মারা গেছেন। আর সুস্থ্য হয়ে আইসোলেশন সেন্টার থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়