মহসীন কবির : [২] ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর আরও এক মামলায় জামিনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ জুন) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল আদালতে এ বিষয়ে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে আবেদনটি। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। চ্যানেল২৪ ও বাংলানিউজ
[৩] তিনি জানান, রাশেদুল হক ৫ মামলায় অধস্তন আদালত থেকে জামিন পেয়েছেন। এর বিরুদ্ধে দুদকের আবেদনের পর এক মামলায় হাইকোর্ট তার জামিন নিয়মিত আদালত খোলা পর্যন্ত স্থগিত করেছেন। তিন মামলায় তার জামিন বহাল রেখেছেন। বাকি এক মামলায় বুধবার জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।