শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কোভিড১৯ উপসর্গ নিয়ে এএসআই এর মৃত্যু

রাজু চৌধুরী : [২] সিএমপির সদরঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জিএম কাইয়ুম (৪৫)। করোনার মুক্ত রিপোর্ট পাওয়ার পর গত ৩১ মে কাজে ফেরার পরের দিনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরের দিনই চলে গেলেন না ফেরার দেশে।

[৩] সোমবার (১ জুন) সকাল ১১ টার দিক অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। এক পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

[৪] নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক জানান, গত সপ্তাহে এ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ আসে এবং ৩১ মে তিনি রিলিজ হয়ে কর্মক্ষেত্র সদরঘাটে যোগ দেন। মৃত্যুবরণকারী পুলিশ সদস্য মৃত্যুর আগে করোনা ভাইরাস পজেটিভ ছিলেন কিনা তা নিশ্চিত হবার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

[৫] রিপোর্ট পেলে করোনা কিনা নিশ্চিত হওয়া যাবে। সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমদ উল্লাহ ভূঁইয়া বলেন, করোনা উপসর্গ নিয়ে আমাদের এক সদস্যের মৃত্যু হয়েছে। এএসআই জিএম কাইয়ুম ফেনীর পরশুরাম এলাকার বাসিন্দা। বিকাল তিনটায় সদরঘাট থানায় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পরিবারের কাছে লাশ স্থানান্তর করা হয়। সম্পাদনা: জেরিন আাহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়