শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কোভিড১৯ উপসর্গ নিয়ে এএসআই এর মৃত্যু

রাজু চৌধুরী : [২] সিএমপির সদরঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জিএম কাইয়ুম (৪৫)। করোনার মুক্ত রিপোর্ট পাওয়ার পর গত ৩১ মে কাজে ফেরার পরের দিনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরের দিনই চলে গেলেন না ফেরার দেশে।

[৩] সোমবার (১ জুন) সকাল ১১ টার দিক অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। এক পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

[৪] নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক জানান, গত সপ্তাহে এ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ আসে এবং ৩১ মে তিনি রিলিজ হয়ে কর্মক্ষেত্র সদরঘাটে যোগ দেন। মৃত্যুবরণকারী পুলিশ সদস্য মৃত্যুর আগে করোনা ভাইরাস পজেটিভ ছিলেন কিনা তা নিশ্চিত হবার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

[৫] রিপোর্ট পেলে করোনা কিনা নিশ্চিত হওয়া যাবে। সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমদ উল্লাহ ভূঁইয়া বলেন, করোনা উপসর্গ নিয়ে আমাদের এক সদস্যের মৃত্যু হয়েছে। এএসআই জিএম কাইয়ুম ফেনীর পরশুরাম এলাকার বাসিন্দা। বিকাল তিনটায় সদরঘাট থানায় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পরিবারের কাছে লাশ স্থানান্তর করা হয়। সম্পাদনা: জেরিন আাহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়