শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে কোভিড১৯ উপসর্গ নিয়ে এএসআই এর মৃত্যু

রাজু চৌধুরী : [২] সিএমপির সদরঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জিএম কাইয়ুম (৪৫)। করোনার মুক্ত রিপোর্ট পাওয়ার পর গত ৩১ মে কাজে ফেরার পরের দিনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরের দিনই চলে গেলেন না ফেরার দেশে।

[৩] সোমবার (১ জুন) সকাল ১১ টার দিক অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। এক পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

[৪] নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক জানান, গত সপ্তাহে এ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ আসে এবং ৩১ মে তিনি রিলিজ হয়ে কর্মক্ষেত্র সদরঘাটে যোগ দেন। মৃত্যুবরণকারী পুলিশ সদস্য মৃত্যুর আগে করোনা ভাইরাস পজেটিভ ছিলেন কিনা তা নিশ্চিত হবার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

[৫] রিপোর্ট পেলে করোনা কিনা নিশ্চিত হওয়া যাবে। সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমদ উল্লাহ ভূঁইয়া বলেন, করোনা উপসর্গ নিয়ে আমাদের এক সদস্যের মৃত্যু হয়েছে। এএসআই জিএম কাইয়ুম ফেনীর পরশুরাম এলাকার বাসিন্দা। বিকাল তিনটায় সদরঘাট থানায় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পরিবারের কাছে লাশ স্থানান্তর করা হয়। সম্পাদনা: জেরিন আাহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়