শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়াশিংটনে বিশৃঙ্খলা ‘সম্পূর্ণ অসম্মান’, দ্রুত বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প

শাহনাজ বেগম : [২] পুলিশের নির্যাতনে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিক্ষোভ কঠোর হস্তে দমন করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে বক্তৃতায় বলেন, এটি শান্তিপূর্ণ প্রতিবাদের কাজ নয়, এগুলো দেশীয় সন্ত্রাসের কাজ। দেশটিতে দাঙ্গা, লুটপাট, ভাঙচুর, হামলা এবং সম্পত্তির অযৌক্তিক ধ্বংস বন্ধ করতে ভারী সশস্ত্র সেনা, সামরিক কর্মী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের পাঠাচ্ছি বলে হুমকি দেন। ইয়ন

[৩] তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে প্রথম এবং সর্বোচ্চ দায়িত্ব হোল আমার দেশে এবং জনগণের রক্ষা করা। আমি এই জাতির আইন বহাল রাখার শপথ নিয়েছিলাম এবং সেটাই করব। গতরাতে শহরে যা ঘটেছিল তা সম্পূর্ণ অসম্মানজনক। ফিন্যান্সিয়াল টাইমস

[৪] যুক্তরাষ্ট্রে পেশাদার নৈরাজ্য সৃষ্টিকারী, দাঙ্গাবাজ, লুটেরা ও অপরাধীদের কর্মকাÐ চলছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এসব কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। এসব হলো দেশজুড়ে আতঙ্ক ছড়ানো।

[৫] ট্রাম্প হোয়াইট হাউসে যখন এই হুমকি দিচ্ছিলেন তখন দাঙ্গা পুলিশ হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস ব্যবহার করেছিলো। এসময় অস্থিরভাবে বর্গাকারে পায়চারি করছিলেন তিনি। সিএনবিসি

[৬] এর আগে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাÐকে কেন্দ্র করে সৃষ্ট ভয়াবহ বিক্ষোভ দমনে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর ও শহরের মেয়রদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে বলেন, যদি গভর্নররা তাঁর নির্দেশ না মানেন, তাহলে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা পাঠাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়