শিরোনাম
◈ ভাঙচুর-অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ, সরকারকে পুরো দায় নিতে বললেন মির্জা ফখরুল ◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়াশিংটনে বিশৃঙ্খলা ‘সম্পূর্ণ অসম্মান’, দ্রুত বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প

শাহনাজ বেগম : [২] পুলিশের নির্যাতনে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিক্ষোভ কঠোর হস্তে দমন করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে বক্তৃতায় বলেন, এটি শান্তিপূর্ণ প্রতিবাদের কাজ নয়, এগুলো দেশীয় সন্ত্রাসের কাজ। দেশটিতে দাঙ্গা, লুটপাট, ভাঙচুর, হামলা এবং সম্পত্তির অযৌক্তিক ধ্বংস বন্ধ করতে ভারী সশস্ত্র সেনা, সামরিক কর্মী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের পাঠাচ্ছি বলে হুমকি দেন। ইয়ন

[৩] তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে প্রথম এবং সর্বোচ্চ দায়িত্ব হোল আমার দেশে এবং জনগণের রক্ষা করা। আমি এই জাতির আইন বহাল রাখার শপথ নিয়েছিলাম এবং সেটাই করব। গতরাতে শহরে যা ঘটেছিল তা সম্পূর্ণ অসম্মানজনক। ফিন্যান্সিয়াল টাইমস

[৪] যুক্তরাষ্ট্রে পেশাদার নৈরাজ্য সৃষ্টিকারী, দাঙ্গাবাজ, লুটেরা ও অপরাধীদের কর্মকাÐ চলছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এসব কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। এসব হলো দেশজুড়ে আতঙ্ক ছড়ানো।

[৫] ট্রাম্প হোয়াইট হাউসে যখন এই হুমকি দিচ্ছিলেন তখন দাঙ্গা পুলিশ হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস ব্যবহার করেছিলো। এসময় অস্থিরভাবে বর্গাকারে পায়চারি করছিলেন তিনি। সিএনবিসি

[৬] এর আগে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাÐকে কেন্দ্র করে সৃষ্ট ভয়াবহ বিক্ষোভ দমনে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর ও শহরের মেয়রদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে বলেন, যদি গভর্নররা তাঁর নির্দেশ না মানেন, তাহলে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা পাঠাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়