শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটি বিলাইছড়ির এলজিইডি প্রকৌশলী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি : [২] রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের উপজেলা প্রকৌশলী আনোরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[৩] রাঙ্গামাটি এলজিইডি কার্যালয়ের সুত্রে জানান, রোববার তিনি হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে প্রকৌশলীকে স্থানীয় এলজিইডি কর্মচারীরা তাকে বিলাইছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাকে অবস্থার অবনতি হওয়ায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) নেয়া হয়।

[৪] চট্টগ্রাম সারারাত চেষ্টা করেও কোনো আইসিইউ না মেলায় ভোরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেয়া হয়। পরে সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান।

[৫] এলজিইডি নিবার্হী প্রকৌশলী আবু তালেব চৌধুরী জানান, আমরা সোমবার দুপুরে দিকে শুনেছি বিলাইছড়ি উপ-সহকারী প্রকৌশলী আনোরুল ইসলাম মারা গেছেন ।

[৬] বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানিয়েছেন, বিলাইছড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোরুল ইসলাম কয়েকমাস আগে বিলাইছড়িতে যোগদান করেছেন। করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর থেকে তিনি বিলাইছড়ির বাইরে কোথাও যাননি। দিনের বেলা অফিস শেষে ডরমেটরিতেই থাকতেন। তিনি গত ১৫ দিন ধরে কাশিতে ভুগছিলেন। এজন্য তিনি ডাক্তারের পরামর্শে ওষুধ নিয়েছেন, তবুও কাশি ভালো হয়নি। মারা যাওয়ার দুইদিন আগে থেকে তিনি জ্বরে ভুগেন।

[৭] বিলাইছড়ি উপসহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলামের ছোট ভাই ও এলজিইডির কনসালটেন্ট মো.আলাউদ্দিন জানান, সোমবার সকালের দিকে আমার ভাই মিরপুরের রিজেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বিলাইছড়িতে মার্চের ২৩/২৪ তারিখের দিকে যোগদান করেছিলেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়