শিরোনাম
◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটি বিলাইছড়ির এলজিইডি প্রকৌশলী করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি : [২] রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের উপজেলা প্রকৌশলী আনোরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[৩] রাঙ্গামাটি এলজিইডি কার্যালয়ের সুত্রে জানান, রোববার তিনি হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে প্রকৌশলীকে স্থানীয় এলজিইডি কর্মচারীরা তাকে বিলাইছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাকে অবস্থার অবনতি হওয়ায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) নেয়া হয়।

[৪] চট্টগ্রাম সারারাত চেষ্টা করেও কোনো আইসিইউ না মেলায় ভোরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেয়া হয়। পরে সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান।

[৫] এলজিইডি নিবার্হী প্রকৌশলী আবু তালেব চৌধুরী জানান, আমরা সোমবার দুপুরে দিকে শুনেছি বিলাইছড়ি উপ-সহকারী প্রকৌশলী আনোরুল ইসলাম মারা গেছেন ।

[৬] বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানিয়েছেন, বিলাইছড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোরুল ইসলাম কয়েকমাস আগে বিলাইছড়িতে যোগদান করেছেন। করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর থেকে তিনি বিলাইছড়ির বাইরে কোথাও যাননি। দিনের বেলা অফিস শেষে ডরমেটরিতেই থাকতেন। তিনি গত ১৫ দিন ধরে কাশিতে ভুগছিলেন। এজন্য তিনি ডাক্তারের পরামর্শে ওষুধ নিয়েছেন, তবুও কাশি ভালো হয়নি। মারা যাওয়ার দুইদিন আগে থেকে তিনি জ্বরে ভুগেন।

[৭] বিলাইছড়ি উপসহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলামের ছোট ভাই ও এলজিইডির কনসালটেন্ট মো.আলাউদ্দিন জানান, সোমবার সকালের দিকে আমার ভাই মিরপুরের রিজেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বিলাইছড়িতে মার্চের ২৩/২৪ তারিখের দিকে যোগদান করেছিলেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়