শিরোনাম
◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে কোভিড১৯ আক্রান্ত বৃদ্ধের মৃত্যু , শনাক্ত-৪০

খোকন আহমেদ, বরিশাল : [২] করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধ ও উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

[৩] জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা ওয়ার্ডে কোভিড-১৯ পজেটিভ থাকা ৬৫ বছরের এক বৃদ্ধ সোমবার সকালে মারা গেছেন। মৃত আব্দুস সাত্তার পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার গুয়ারেখা এলাকার বাসিন্দা। গত ২৯ মে দুপুরে আব্দুস সাত্তার শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। ৩১ মে দিবাগত রাতে রিপোর্টে তার করোনা পজেটিভ আসার পর সোমবার সকালে তার মৃত্যু হয়েছে।

[৪] অপরদিকে করোনার উপসর্গ নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হারিপালা গ্রামের ৫০ বছরের এক ব্যক্তি সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ একইদিন বেলা তিনটার দিকে শেবাচিমে মারা গেছেন। এর কিছুক্ষন পরেই হাসপাতালে চিকিৎসাধীন নগরীর আলেকান্দা কাজিপারা এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধ মৃত্যুবরন করেছেন।

[৫] অপরদিকে রবিবার সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে শেবাচিমে চিকিৎসাধীন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের (৬০) এক বৃদ্ধ এবং একইদিন বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা (৬৫) আরেক বৃদ্ধ মারা গেছেন।

[৬] হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ এসএম মনিরুজ্জামান জানান, গত ৩০ এপ্রিল শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া গলাচিপার কলাগাছিয়া গ্রামের গৃহবধূ মনিরা বেগম (৩৫) ও মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন মজুমদার (৩৫) করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে আরও জানা গেছে, রবিবার বরিশালে করোনায় নয়জন চিকিৎসক, সাতজন পুলিশ সদস্য সহ নতুন করে আরও ৪০ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে।

[৭] নতুন করে আক্রান্তদের মধ্যে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। বিএমপি কমিশনারের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্রটি জানায়, করোনা সন্দেহে গত ২৯ মে তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সেখানে নমুনা পরীক্ষার পর ৩১ মে রাতে জানানো হয় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম করোনা আক্রান্ত হয়েছেন। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়