শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে কোভিড১৯ আক্রান্ত বৃদ্ধের মৃত্যু , শনাক্ত-৪০

খোকন আহমেদ, বরিশাল : [২] করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধ ও উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

[৩] জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা ওয়ার্ডে কোভিড-১৯ পজেটিভ থাকা ৬৫ বছরের এক বৃদ্ধ সোমবার সকালে মারা গেছেন। মৃত আব্দুস সাত্তার পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার গুয়ারেখা এলাকার বাসিন্দা। গত ২৯ মে দুপুরে আব্দুস সাত্তার শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। ৩১ মে দিবাগত রাতে রিপোর্টে তার করোনা পজেটিভ আসার পর সোমবার সকালে তার মৃত্যু হয়েছে।

[৪] অপরদিকে করোনার উপসর্গ নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হারিপালা গ্রামের ৫০ বছরের এক ব্যক্তি সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ একইদিন বেলা তিনটার দিকে শেবাচিমে মারা গেছেন। এর কিছুক্ষন পরেই হাসপাতালে চিকিৎসাধীন নগরীর আলেকান্দা কাজিপারা এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধ মৃত্যুবরন করেছেন।

[৫] অপরদিকে রবিবার সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে শেবাচিমে চিকিৎসাধীন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের (৬০) এক বৃদ্ধ এবং একইদিন বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা (৬৫) আরেক বৃদ্ধ মারা গেছেন।

[৬] হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ এসএম মনিরুজ্জামান জানান, গত ৩০ এপ্রিল শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া গলাচিপার কলাগাছিয়া গ্রামের গৃহবধূ মনিরা বেগম (৩৫) ও মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন মজুমদার (৩৫) করোনায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে আরও জানা গেছে, রবিবার বরিশালে করোনায় নয়জন চিকিৎসক, সাতজন পুলিশ সদস্য সহ নতুন করে আরও ৪০ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে।

[৭] নতুন করে আক্রান্তদের মধ্যে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। বিএমপি কমিশনারের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্রটি জানায়, করোনা সন্দেহে গত ২৯ মে তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সেখানে নমুনা পরীক্ষার পর ৩১ মে রাতে জানানো হয় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম করোনা আক্রান্ত হয়েছেন। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়