শিরোনাম
◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকার টিভিতে অপরাজিতা সংগীতার দুই চলচ্চিত্র

আবদুল্লাহ মামুন : অপরাজিতা সংগীতার ‘পুরুষাতঙ্ক’ এবং ‘রিভোল্ট’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি প্রচারিত হচ্ছে আমেরিকান টিভি চ্যানেল Beboptv-তে। চ্যানেলটি The BeBop Channel Content Festival নামে একটি ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছিলো যা নিউইয়র্কে অনুষ্ঠিত হবার কথা ছিলো। সেখানে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় ‘পুরুষাতঙ্ক’ এবং ‘রিভোল্ট’। নিউইয়র্কের সেই ফেস্টিভ্যালে এই চলচ্চিত্র টিমের ৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। করোনার কারণে সেই ফেস্টিভ্যালকে অনলাইন ফেস্টিভ্যালে রূপান্তর করা হয়েছে এবং ফেস্টিভ্যালে নির্বাচিত ছবি থেকে বাছাইকৃত কিছু ছবি Beboptv তাদের চ্যানেলে প্রচার করছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি প্রচারিত হচ্ছে বাংলাদেশের অপরাজিতা সংগীতার ‘পুরুষাতঙ্ক’ ও ‘রিভোল্ট’।
এর আগে ‘পুরুষাতঙ্ক’ ও ‘রিভোল্ট’ দুটো ছবিই বিদেশের ফেস্টিভ্যালে পুরস্কার অর্জন করেছে।

এই বিষয়ে অপরাজিতা সংগীতা বলেন, আমাদের ‘রিভোল্ট’ ছবিটির দুর্ভাগ্য বলতে হয়। গত ডিসেম্বরে প্রিমিয়ার করে ফেব্রুয়ারিতে ‘রিভোল্ট’-এর ঝোলায় ৮টি পুরস্কার আসার পরপরই করোনার প্রকোপ শুরু হয়। করোনার কারণে বেশিরভাগ ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত হয়ে যাওয়ার ফলে যাত্রা শুরু হতে না হতেই থেমে যায় ‘রিভোল্ট’-এর পথচলা। এরকম পরিস্থিতিতে আমেরিকান টিভি চ্যানেল ‘পুরুষাতঙ্ক’ এবং ‘রিভোল্ট’ প্রচার হবার খবর আমাদের টিমের জন্য ভীষণ আনন্দের।

উল্লেখ্য, সারা বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে নারী নির্যাতন। প্রতিদিনই চারপাশে অহরহ ঘটছে নারী নির্যাতনের ভয়াবহ সব ঘটনা। এই পরিস্থিতিতে একজন নারী কিভাবে বেঁচে থাকে বা বেঁচে থাকার সংগ্রাম করে পুরুষতান্ত্রিক সমাজে, প্রতিনিয়ত নির্যাতিত হবার ভয়ে নারী কিভাবে ভুগতে থাকে পুরুষের আক্রমণের আতঙ্কে- সেই গল্পটাই স্বল্প পরিসরে বলার চেষ্টা করা হয়েছে ‘পুরুষাতঙ্ক’ ছবিটিতে। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লুতফর রহমান জর্জ এবং নুসরাত জাহান খান নিপা। ‘রিভোল্ট’ নির্মিত হয়েছে নারী ও তার যাপিত জীবনের বাকস্বাধীনতাহীন বাস্তবতা এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সানজীদা প্রীতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়