শিরোনাম
◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রমণ ও মৃত্যু কমতে থাকায় স্পেনে লক ডাউন আরো শিথিল

প্রিয়াংকা : [২] ইউরোপে কোভিড-১৯ সংক্রমণের শুরুতে ইতালির পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেল স্পেন। কঠোরভাবে লক ডাউন পালন করার মধ্য দিয়ে দেশটিতে পরিস্থিতি অনেকটাই এখন নিয়ন্ত্রনে।

[৩] গত তিন মাসের মধ্যে স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সবচেয়ে কম সংক্রমণ ঘটেছে। শনাক্ত করা হয়েছে ৯৬ জনকে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুজন।

[৪] এর আগে এপ্রিলের মাঝামাঝি তারা অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে লক ডাউন কিছুটা শিথিল করে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে নির্মাণ ও উৎপাদনসহ বেশ কিছু ক্ষেত্রে কর্মযজ্ঞ শুরু করে তারা।

[৫] তাই এপ্রিলের তুলনায় স্পেনে মৃত্যুর সংখ্যা এখন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। সেসময় মাত্র একদিনেই মারা যেত ৯৫০ জন আর সংক্রমিত হতো কয়েক হাজার মানুষ।

[৬] তবে মৃত্যু ও সংক্রমণের হার অনেক কমে গেলেও সতর্ক রয়েছে স্পেনের সরকার। জরুরি অবস্থার মেয়াদ আরো দুই সপ্তাহ বাড়ানোর প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী। স্পেনে করোনাভাইরাস মহামারিতে মারা গেছেন ২৭ হাজারেরও বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪০ হাজার।

[৭] অপররদিকে ইতালিতে সংক্রমণের সংখ্যা ৩৫৫ এবং মৃত্যু ৭৫। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে মোট প্রাণ হারিয়েছে ৩৩ হাজার ৪১৫ জন। মোট আক্রান্ত দুই লাখ ৩৩ হাজার ১৯ জন।

[৮] আর ব্রিটেনে শনাক্ত হয়েছেন ১,৯৩৬ এবং মারা গেছেন ১১৩ জন। সূত্র : একুশে টিভি, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়