শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রমণ ও মৃত্যু কমতে থাকায় স্পেনে লক ডাউন আরো শিথিল

প্রিয়াংকা : [২] ইউরোপে কোভিড-১৯ সংক্রমণের শুরুতে ইতালির পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেল স্পেন। কঠোরভাবে লক ডাউন পালন করার মধ্য দিয়ে দেশটিতে পরিস্থিতি অনেকটাই এখন নিয়ন্ত্রনে।

[৩] গত তিন মাসের মধ্যে স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সবচেয়ে কম সংক্রমণ ঘটেছে। শনাক্ত করা হয়েছে ৯৬ জনকে যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুজন।

[৪] এর আগে এপ্রিলের মাঝামাঝি তারা অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে লক ডাউন কিছুটা শিথিল করে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে নির্মাণ ও উৎপাদনসহ বেশ কিছু ক্ষেত্রে কর্মযজ্ঞ শুরু করে তারা।

[৫] তাই এপ্রিলের তুলনায় স্পেনে মৃত্যুর সংখ্যা এখন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। সেসময় মাত্র একদিনেই মারা যেত ৯৫০ জন আর সংক্রমিত হতো কয়েক হাজার মানুষ।

[৬] তবে মৃত্যু ও সংক্রমণের হার অনেক কমে গেলেও সতর্ক রয়েছে স্পেনের সরকার। জরুরি অবস্থার মেয়াদ আরো দুই সপ্তাহ বাড়ানোর প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী। স্পেনে করোনাভাইরাস মহামারিতে মারা গেছেন ২৭ হাজারেরও বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪০ হাজার।

[৭] অপররদিকে ইতালিতে সংক্রমণের সংখ্যা ৩৫৫ এবং মৃত্যু ৭৫। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে মোট প্রাণ হারিয়েছে ৩৩ হাজার ৪১৫ জন। মোট আক্রান্ত দুই লাখ ৩৩ হাজার ১৯ জন।

[৮] আর ব্রিটেনে শনাক্ত হয়েছেন ১,৯৩৬ এবং মারা গেছেন ১১৩ জন। সূত্র : একুশে টিভি, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়