শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ, বললেন পোপ ফ্রান্সিস

মুসা আহমেদ: [২] করোনা মহামারী মোকাবেলা ডাকা লকডাউন শিথিল করা হচ্ছে বিভিন্ন দেশে। বিধিনিষেধ তুলে নেয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেন, অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ। রয়টার্স

[৩] রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে নিজ বাসার জানালায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন পোপ ফ্রান্সিস। ইতালিতে লকডাউন শেষ হওয়ায় গত তিন মাসের মধ্যে প্রথমবারের বক্তৃতা দিলেন ফ্রান্সিস।

[৪] ফ্রান্সিস বলেন, মানুষকে সুস্থ করে তুলুন। অর্থনীতি গুরুত্বপূর্ণ নয়। মানুষই অর্থনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষই অর্থনীতি বাঁচাবে। আমরা জনগণই কর্মশক্তির আঁতুড়ঘর, অর্থনীতি নয়।

[৫] তিনি বলেন, করোনা সঙ্কটের কারণে আগের মত মানুষ বের হতে পারছে না। হয় আমাদের পরিস্থিতি আরো উন্নতি হবে, না হয় আগের চেয়ে আরো অবনতি হবে। করোনা মোকাবেলা করে পরবর্তীতে যাতে সুন্দর জীবনযাপন করতে পারি সেই সাহস ও আমাদের সবার মধ্যে থাকাটা জরুরি।

[৬] এসময় উপস্থিত হাজার হাজার উপস্থিত জনতাকে আপ্লুত করেছে পোপের এ ভাষণ। এসময় সময় সেন্ট পিটার্স স্কয়ার করতালিতে মুখরিত হয়ে ওঠে। এসময় ভক্তরা সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে পিটার্স স্কয়ারে এসেছিলেন। তিন মাস পর গত সোমবার এ স্কয়ার পুনরায় খুলে দেয়া হয়। রোববার সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়