শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ নো হাংকি পাংকি’? এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ, বললেন পোপ ফ্রান্সিস

মুসা আহমেদ: [২] করোনা মহামারী মোকাবেলা ডাকা লকডাউন শিথিল করা হচ্ছে বিভিন্ন দেশে। বিধিনিষেধ তুলে নেয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেন, অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ। রয়টার্স

[৩] রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে নিজ বাসার জানালায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন পোপ ফ্রান্সিস। ইতালিতে লকডাউন শেষ হওয়ায় গত তিন মাসের মধ্যে প্রথমবারের বক্তৃতা দিলেন ফ্রান্সিস।

[৪] ফ্রান্সিস বলেন, মানুষকে সুস্থ করে তুলুন। অর্থনীতি গুরুত্বপূর্ণ নয়। মানুষই অর্থনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষই অর্থনীতি বাঁচাবে। আমরা জনগণই কর্মশক্তির আঁতুড়ঘর, অর্থনীতি নয়।

[৫] তিনি বলেন, করোনা সঙ্কটের কারণে আগের মত মানুষ বের হতে পারছে না। হয় আমাদের পরিস্থিতি আরো উন্নতি হবে, না হয় আগের চেয়ে আরো অবনতি হবে। করোনা মোকাবেলা করে পরবর্তীতে যাতে সুন্দর জীবনযাপন করতে পারি সেই সাহস ও আমাদের সবার মধ্যে থাকাটা জরুরি।

[৬] এসময় উপস্থিত হাজার হাজার উপস্থিত জনতাকে আপ্লুত করেছে পোপের এ ভাষণ। এসময় সময় সেন্ট পিটার্স স্কয়ার করতালিতে মুখরিত হয়ে ওঠে। এসময় ভক্তরা সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে পিটার্স স্কয়ারে এসেছিলেন। তিন মাস পর গত সোমবার এ স্কয়ার পুনরায় খুলে দেয়া হয়। রোববার সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়