শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ, বললেন পোপ ফ্রান্সিস

মুসা আহমেদ: [২] করোনা মহামারী মোকাবেলা ডাকা লকডাউন শিথিল করা হচ্ছে বিভিন্ন দেশে। বিধিনিষেধ তুলে নেয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেন, অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ। রয়টার্স

[৩] রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে নিজ বাসার জানালায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন পোপ ফ্রান্সিস। ইতালিতে লকডাউন শেষ হওয়ায় গত তিন মাসের মধ্যে প্রথমবারের বক্তৃতা দিলেন ফ্রান্সিস।

[৪] ফ্রান্সিস বলেন, মানুষকে সুস্থ করে তুলুন। অর্থনীতি গুরুত্বপূর্ণ নয়। মানুষই অর্থনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষই অর্থনীতি বাঁচাবে। আমরা জনগণই কর্মশক্তির আঁতুড়ঘর, অর্থনীতি নয়।

[৫] তিনি বলেন, করোনা সঙ্কটের কারণে আগের মত মানুষ বের হতে পারছে না। হয় আমাদের পরিস্থিতি আরো উন্নতি হবে, না হয় আগের চেয়ে আরো অবনতি হবে। করোনা মোকাবেলা করে পরবর্তীতে যাতে সুন্দর জীবনযাপন করতে পারি সেই সাহস ও আমাদের সবার মধ্যে থাকাটা জরুরি।

[৬] এসময় উপস্থিত হাজার হাজার উপস্থিত জনতাকে আপ্লুত করেছে পোপের এ ভাষণ। এসময় সময় সেন্ট পিটার্স স্কয়ার করতালিতে মুখরিত হয়ে ওঠে। এসময় ভক্তরা সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে পিটার্স স্কয়ারে এসেছিলেন। তিন মাস পর গত সোমবার এ স্কয়ার পুনরায় খুলে দেয়া হয়। রোববার সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়