শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ, বললেন পোপ ফ্রান্সিস

মুসা আহমেদ: [২] করোনা মহামারী মোকাবেলা ডাকা লকডাউন শিথিল করা হচ্ছে বিভিন্ন দেশে। বিধিনিষেধ তুলে নেয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেন, অর্থনীতির চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ। রয়টার্স

[৩] রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে নিজ বাসার জানালায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন পোপ ফ্রান্সিস। ইতালিতে লকডাউন শেষ হওয়ায় গত তিন মাসের মধ্যে প্রথমবারের বক্তৃতা দিলেন ফ্রান্সিস।

[৪] ফ্রান্সিস বলেন, মানুষকে সুস্থ করে তুলুন। অর্থনীতি গুরুত্বপূর্ণ নয়। মানুষই অর্থনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষই অর্থনীতি বাঁচাবে। আমরা জনগণই কর্মশক্তির আঁতুড়ঘর, অর্থনীতি নয়।

[৫] তিনি বলেন, করোনা সঙ্কটের কারণে আগের মত মানুষ বের হতে পারছে না। হয় আমাদের পরিস্থিতি আরো উন্নতি হবে, না হয় আগের চেয়ে আরো অবনতি হবে। করোনা মোকাবেলা করে পরবর্তীতে যাতে সুন্দর জীবনযাপন করতে পারি সেই সাহস ও আমাদের সবার মধ্যে থাকাটা জরুরি।

[৬] এসময় উপস্থিত হাজার হাজার উপস্থিত জনতাকে আপ্লুত করেছে পোপের এ ভাষণ। এসময় সময় সেন্ট পিটার্স স্কয়ার করতালিতে মুখরিত হয়ে ওঠে। এসময় ভক্তরা সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে পিটার্স স্কয়ারে এসেছিলেন। তিন মাস পর গত সোমবার এ স্কয়ার পুনরায় খুলে দেয়া হয়। রোববার সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়