ইসমাঈল আযহার: [২] রোববার জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান ও প্রথম কিবলা আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়েছে। আনাদোলু এজেন্সি, কুদস নিউজ, আল জাজিরা
[৩] করোনাভাইরাসের এই দুর্যোগে বন্ধ করে দেওয়া হয়েছিল মসজিদটি। দুই মাস পর আজ ভোরে মসজিদটির চত্বর খুলে দেওয়া হয়েছে।
[৪] রোববার ফজরের নামাজের আগে মসজিদ চত্বর উন্মুক্ত করে দেওয়া হয়। মুসল্লিরা প্রবেশের অনুমতিও পান। মসজিদে সবাই মাস্ক পরে প্রবেশ করেছেন। এ সময় মুসল্লিদের অভিনন্দন জানান আল-আকসার মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি।
[৫] আল-আকসা মসজিদের পাশাপাশি খুলে দেওয়া হয় বিখ্যাত ডোম অব দ্য রকও। মুসলমানদের বিশ্বাস, মিরাজের রাতে এখান থেকে তাদের নবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন।