আসিফুজ্জামান পৃথিল : [২] এদেরমধ্যে ৪১০০ জন সিটিজেন সোলজার ও এয়ারম্যান। শুক্রবার থেকে তাদের ৭০০ সদস্য মোতায়েন ছিলেন। ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএন
[৩] মিনিয়াপোলিস ও মিনেসোটার অন্য শহরগুলোর নিরাপত্তা বিধানে কাজ করবেন সেনা সদস্যরা। ন্যাশনাল গার্ডস এক টুইট বার্তায় জানিয়েছে, প্রয়োজনে বল প্রয়োগের অধিকার আছে তাদের। এমনকি ম্যাজেস্ট্রিসি পাওয়ারও দেয়া হতে পারে।
[৪] ১৯৯৩ সালের পর যুক্তরাষ্ট্রে আর কখনও সশস্ত্র ন্যাশনাল গার্ডকে সক্রিয় করার ঘটনা ঘটেনি। সেবছর টেক্সাসের একটি উগ্র ধর্মীয় গোষ্ঠী ব্রাঞ্চ ডেভিডিয়ানস একটি র্যাঞ্চ দখল করে রাখে। তাদের কাছে ভারী অস্ত্র ছিলো। যুক্তরাষ্ট্র দখলের হুমকি দেয়া সংস্থাটিকে নিউট্রালাইজড করতে ৫১ দিনের এক ম্যারাথন অভিযান চলে। এতে ব্যবহার করা হয়েছিলো ন্যাশনাল গার্ডস।
[৫] এই অভিযানে ৪ ন্যাশনাল গার্ডস সদস্য মারা যান। আর ব্রাঞ্চ ডেভিডিয়ানসের ৮২ সদস্য নিহত হয়।