শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আক্কেলপুরে তালাক প্রাপ্তা স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা

সফিউল আলম সফিঃ [২] উপজেলার পল্লিতে তালাক দেয়া স্ত্রীকে দেনমোহর দেয়ার কথা বলে পিতার বাড়ি থেকে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত নারীকে মুমূর্ষ্য অবস্থায় হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসার পর শজিমেক হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছন ডাক্তার।

[৩] হাসপাতাল ও আহত নারী সুত্র জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার সোনামুখী ইউনিয়নের কাাঁঠালবাড়ি গ্রামের ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুস সালেক মন্ডলের তালাক প্রাপ্তা মেয়ে রুমা খাতুন (২৭) কে বিয়ে দিয়েছিলেন একই ইউনিয়নের রামশালা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মোফাজ্জল হোসেন এর সাথে। সেখানেও মেয়েটির সংসার ভেংগে যায়। মেয়েটি স্বামীর বিরুদ্ধে দেনমোহরের দাবীতে মামলা করেন ।

[৪] গত শনিবার সন্ধ্যায় মোহরানার টাকা দেয়ার কথা বলে মোফাজ্জল হোসেন পিতার বাড়ি থেকে ডেকে বাহির করেন। তারপর মাঠের মধ্যে নিয়ে হত্যার উদ্ধেশ্য পেটে ছুরিকাঘাত করেন বলে ছুরিকাহত রুমা খাতুনের অভিযোগ।

[৫] এ সময় মেয়েটি রক্তাক্ত অবস্থায় ধারালো ছুরিটি কেড়ে নিয়ে চিৎকার করতে করতে কাঁঠাল বাড়ি বাজারে পৌঁছলে লোকজন রাত সাড়ে ৯টায় হাসপাতালে পৌছান। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জখমী রুগির জন্য সার্জারী কিট ও অপারেশন ব্যবস্থা না থাকায় এবং অবস্থা সংঙ্কামুক্ত নয় জন্য তাকে বগুড়া শজিমেক হাসপতালে রাতে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন হাসপতালের উপস্বাস্থ্য কর্তা ডাঃ নাজমুল হাসান নিশ্চিত করেছেন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়