ওবায়দুল হক মানিক : [২] মসজিদ চালু হলেও মানতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির নিয়ম । কবে চালু হবে তা উল্লেখ না করলেও চালুর প্রস্তুতি চলছে বলে স্থানীয় ইংরেজি গণমাধ্যম খালিজ টাইম খবর প্রকাশ করেছে।
[৩] শুক্রবার ( ২৯ মে ) এক প্রতিবেদনে বলা হয় দেশটিতে করােনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মসজিদ চালু করার প্রস্তুতি চলছে । বৈশ্বিক মহামারী করােনাভাইরাসের কারণে ১৬ মার্চ ‘ দ্য জেনারেল অথরিট অব ইসলামিক এ্যাফেয়ার্স এ্যান্ড এনডাওমেন্টস ' এর ঘােষণা মুতাবেক বন্ধ রাখা হয় । দেশটির সকল মসজিদ । মসজিদ চালুর ক্ষেত্রে নতুন নিয়ম সকল মুসল্লিকে মেনে চলতে হবে ।
[৪] নিম্নোক্ত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক প্রতি দুই সারির মধ্যে একটি ফাঁকা সারি রাখতে হবে । প্রতি দুই ব্যক্তির মধ্যে ১.৫ মিটার ফাঁক রাখতে হবে । মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক । নামাজের জন্য মুসল্লা বা নামাজের চাদর বাসা থেকে নিয়ে আসতে হবে ।
[৫] শারীরিক দূরত্ব বজায় রেখে সালাম দিতে হবে , হাত মেলানাে যাবে না । নামাযের আগে বা পরে জটলা এড়িয়ে চলতে হবে । এক জামাত শেষ হয়ে গেলে দ্বিতীয় জামাত করা যাবে না । ফরজ নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ ত্যাগ করতে হবে । অসুস্থ ব্যক্তি বা করােনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন এমন কেউ মসজিদে প্রবেশ নিষেধ ।
[৬] ১২ বছরের নিচে ও ৬০ বছরের বেশি বয়সের লােকদের মসজিদে প্রবেশ নিষেধ । মসজি ভিত্তিক যেসকল স্বাস্থ্যবিধি নির্ধারণ করা হয়েছে । আজানের সময় থেকে ২০ মিনিট পর্যন্ত মসজিদ চালু রাখা যাবে । এরমধ্যে জামাত শেষ করার নির্দেশ থাকবে । আজানের পরপরই জামাত চালু করতে হবে ।
[৭] কোনো ধরনের খাবার বা কিছু বিতরণ নিষিদ্ধ । পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মহিলা ও বাচ্ছাদের জন্য বন্ধ থাকবে। এ ওয়াশরুম অজুখানা বন্ধ থাকবে । এসব বিধিনিষেধ মেনে সংযুক্ত আরব আমিরাতে শীঘ্রই চালু হবে মসজিদ । এসব বিধিনিষেধ না মানলে রাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা না হবে বলেও জানানাে হয় । সম্পাদনা: জেরিন আহমেদ