ইমরুল শাহেদ : [২] প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ঘটনাটি ঘটেছে পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে। হামলার পর পরই তালেবানরা পালিয়ে যায়। ইকোনোমিক টাইমস, সিনহুয়া
[৩] আফগানিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কার্যালয়ের মুখপাত্র জাবিদ ফয়সাল বলেন, এখন বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও ঈদুল ফিতরের মতো যুদ্ধবিরতির বিষয়টি অব্যাহত থাকবে।
[৪] তালেবানরা অভিযোগ করেছেন যে, আফগান সরকার বুধবার বিমান হামলা চালিয়ে নিরীহ বেসামরিক লোকদের হত্যা করেছে। কিন্তু আফগান সরকার বলেছে, বিমান হামলা চালানো হয়েছে তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে।
[৫] দু’পক্ষই সর্বাত্মক যুদ্ধে ফিরে আসতে এখনই প্রস্তুত নয়। ফয়সল বলেন, ‘ঈদের আগে আটক তালেবানদের ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে বিচ্ছিন্ন ঘটনার কারণে সেটা ব্যাহত হবে না।’
[৬] ইতোমধ্যে তালেবান ও আফগান সরকারের বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি তালেবান প্রতিনিধি দল কাবুলে অবস্থান করছে।
[৭] গত ২৯ ফেব্রুয়ারি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আফগান সরকার ইতোমধ্যে দুই হাজার তালেবানকে মুক্তি দিয়েছে। তালেবানরাও আফগান সরকারের আটক হওয়া ৩৪৭ জনকে মুক্তি দিয়েছে।
[৮] শান্তি চুক্তির শর্ত অনুসারে আফগান সরকার পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার কথা। এই সময়ে তালেবানরা এক হাজার আফগান সেনা ও পুলিশ মুক্তি দেওয়ার কথা। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল যাতে মার্কিন সেনারা নিজেদের বাড়িঘরে ফিরে যেতে পারে এবং যুক্তরাষ্ট্রও দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাতে চায়।