শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সেনা চেকপয়েন্টে তালেবান হামলায় নিহত ১৪ : আফগান সরকার

ইমরুল শাহেদ : [২] প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ঘটনাটি ঘটেছে পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে। হামলার পর পরই তালেবানরা পালিয়ে যায়। ইকোনোমিক টাইমস, সিনহুয়া

[৩] আফগানিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কার্যালয়ের মুখপাত্র জাবিদ ফয়সাল বলেন, এখন বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও ঈদুল ফিতরের মতো যুদ্ধবিরতির বিষয়টি অব্যাহত থাকবে।

[৪] তালেবানরা অভিযোগ করেছেন যে, আফগান সরকার বুধবার বিমান হামলা চালিয়ে নিরীহ বেসামরিক লোকদের হত্যা করেছে। কিন্তু আফগান সরকার বলেছে, বিমান হামলা চালানো হয়েছে তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে।

[৫] দু’পক্ষই সর্বাত্মক যুদ্ধে ফিরে আসতে এখনই প্রস্তুত নয়। ফয়সল বলেন, ‘ঈদের আগে আটক তালেবানদের ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে বিচ্ছিন্ন ঘটনার কারণে সেটা ব্যাহত হবে না।’

[৬] ইতোমধ্যে তালেবান ও আফগান সরকারের বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি তালেবান প্রতিনিধি দল কাবুলে অবস্থান করছে।

[৭] গত ২৯ ফেব্রুয়ারি তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আফগান সরকার ইতোমধ্যে দুই হাজার তালেবানকে মুক্তি দিয়েছে। তালেবানরাও আফগান সরকারের আটক হওয়া ৩৪৭ জনকে মুক্তি দিয়েছে।

[৮] শান্তি চুক্তির শর্ত অনুসারে আফগান সরকার পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার কথা। এই সময়ে তালেবানরা এক হাজার আফগান সেনা ও পুলিশ মুক্তি দেওয়ার কথা। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল যাতে মার্কিন সেনারা নিজেদের বাড়িঘরে ফিরে যেতে পারে এবং যুক্তরাষ্ট্রও দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়