শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ মে, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

মাসুদ রানা, মেহেরপুর : [২] মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে বারিউজ্জামান লিটু (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সদর উপজেলার কোলা গ্রামের আবু তাহেরের ছেলে। মৃতুবরণকারী ওই ব্যক্তি দৈনিক জবাবদিহি পত্রিকায় ম্যানেজারের পদে ঢাকায় কর্মরর্ত ছিলেন। ঈদের আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে স্বাভাবিক চলাফেরা করছিলেন।

[৩] মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রফিকুল ইসলাম বলেন, বারিউজ্জামান লিটু গত বুধবারে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষন পর কাউকে কিছু না বলে বাড়ি চলে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকালে পুনরায় ভর্তি হলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০ টায় তার মৃত্যু হয়। এছাড়া তার করোনা উপসর্গ থাকায় গতকালই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

[৪] মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন বলেন,করেনা উপসর্গ নিয়ে মুত্য হয়েছে একারনে তার লাশ ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করা হবে। তবে নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সে ঢাকা থেকে আসার পর থেকে তার পরিবার হোমকোয়ারেন্টাইনে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়