শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের বিভিন্ন দেশে করোনায় ৬৪৮ বাংলাদেশিদের মৃত্যু, সংক্রমণের শিকার ২৪ হাজারেরও বেশি

কূটনৈতিক প্রতিবেদক : [২] বাংলাদেশের থেকেও বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা বেশি সংক্রমিত ও মৃত্যুর শিকার হয়েছেন।

[৩] বাংলাদেশ মিশন, বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য মতে এখন পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে ৫৪৮ বাংলাদেশি মারা গেছেন।

[৪] বিভিন্ন দেশে করোনাভাইরাসে সংক্রমিত বাংলাদেশির সংখ্যা ২৪ হাজারেরও বেশি ছাড়িয়ে গেছে।

[৫] যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পাশ্চাত্যের দেশগুলোতে মারা যাওয়া বাংলাদেশিদের উল্লেখযোগ্য অংশ ওই সব দেশে নাগরিকত্ব পেয়েছিলেন ও প্রক্রিয়াধীন ছিলেন।

[৬] শুধু যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত ২৫৪ ও যুক্তরাজ্যে ২০০ জন বাংলাদেশি মারা গেছেন।

[৭] সৌদি আরবে ১৪৩ জন, ইতালিতে ১০ জন, কানাডায় ৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৯ জন, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪ জন, কুয়েতে ২৭ জন, সুইডেনে ২ জন মারা গেছেন।

[৮] এছাড়া পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

[৯] সিঙ্গাপুরে ১২ হাজার, সৌদি আরবে আট হাজার এবং কাতারে তিন হাজারের বেশি বাংলাদেশি সংক্রমনের শিকার হয়েছেন।

[১০] এ ছাড়া কুয়েতে ২০১২৭, ইতালিতে ২০০, স্পেনে ১৫০ এবং সংযুক্ত আরব আমিরাতে শতাধিক সংক্রমনের শিকার হয়েছেন।

[১১] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমাদের প্রতিবেদককে বলেন, বিদেশে প্রবাসীদের এই হিসেবটা সঠিক আমার জানা নেই।

[১২] আমরা আমাদের দূতাবাস ও মিশনগুলোকে বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে থাকার নির্দেশ দিয়েছি।

[১৩] তারা খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

[১৪] এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের মাধ্যমে বিশেষ হটলাইনে স্বাস্থ্য সুরক্ষা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়