শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের বিভিন্ন দেশে করোনায় ৬৪৮ বাংলাদেশিদের মৃত্যু, সংক্রমণের শিকার ২৪ হাজারেরও বেশি

কূটনৈতিক প্রতিবেদক : [২] বাংলাদেশের থেকেও বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা বেশি সংক্রমিত ও মৃত্যুর শিকার হয়েছেন।

[৩] বাংলাদেশ মিশন, বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য মতে এখন পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে ৫৪৮ বাংলাদেশি মারা গেছেন।

[৪] বিভিন্ন দেশে করোনাভাইরাসে সংক্রমিত বাংলাদেশির সংখ্যা ২৪ হাজারেরও বেশি ছাড়িয়ে গেছে।

[৫] যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পাশ্চাত্যের দেশগুলোতে মারা যাওয়া বাংলাদেশিদের উল্লেখযোগ্য অংশ ওই সব দেশে নাগরিকত্ব পেয়েছিলেন ও প্রক্রিয়াধীন ছিলেন।

[৬] শুধু যুক্তরাষ্ট্রেই এখন পর্যন্ত ২৫৪ ও যুক্তরাজ্যে ২০০ জন বাংলাদেশি মারা গেছেন।

[৭] সৌদি আরবে ১৪৩ জন, ইতালিতে ১০ জন, কানাডায় ৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৯ জন, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪ জন, কুয়েতে ২৭ জন, সুইডেনে ২ জন মারা গেছেন।

[৮] এছাড়া পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

[৯] সিঙ্গাপুরে ১২ হাজার, সৌদি আরবে আট হাজার এবং কাতারে তিন হাজারের বেশি বাংলাদেশি সংক্রমনের শিকার হয়েছেন।

[১০] এ ছাড়া কুয়েতে ২০১২৭, ইতালিতে ২০০, স্পেনে ১৫০ এবং সংযুক্ত আরব আমিরাতে শতাধিক সংক্রমনের শিকার হয়েছেন।

[১১] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমাদের প্রতিবেদককে বলেন, বিদেশে প্রবাসীদের এই হিসেবটা সঠিক আমার জানা নেই।

[১২] আমরা আমাদের দূতাবাস ও মিশনগুলোকে বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে থাকার নির্দেশ দিয়েছি।

[১৩] তারা খাদ্য ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

[১৪] এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের মাধ্যমে বিশেষ হটলাইনে স্বাস্থ্য সুরক্ষা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়