শিরোনাম
◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : নতুনভাবে চীনে ৭, দক্ষিণ কোরিয়ায় ১৯ জন সংক্রমিত

ইমরুল শাহেদ : [২] বুধবারের ২৪ ঘন্টায় এই সংক্রমণের ঘটনা ঘটেছে। এক্সপ্রেস ট্রিবিউন, আনাদুলু, এবিসি নিউজ

[৩] চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, চীনের মূল ভূখন্ডে নতুনভাবে সাতজনের মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে।

[৪] তবে এই ভাইরাসে চীনে আপাতত কোনো মৃত্যু নেই। নতুন সংক্রমিত এসব লোকজন এসেছে বিদেশ থেকে। এছাড়া বেইজিংয়ে কিছু আন্তর্জাতিক স্কুল ১ জুন থেকে খুলে দেওয়া হচ্ছে।

[৫] করোনায় চীনে এ পর্যন্ত মারা গেছে চার হাজার ৬৩৮ জন। সংক্রমিত হয়েছে ৮৪ হাজার এবং এর মধ্য থেকে সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৫৩ জন। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়।

[৬] পক্ষান্তরে কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, সংক্রমিত ১৯ জনের মধ্যে দুইজন মারা গেছে।

[৭] সংক্রমিতদের মধ্যে তিনজন এসেছে বিদেশ থেকে। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ১১ হাজার ২৭৫ জন। তার মধ্যে মারা গেছে ২৬৯ জন।

[৮] বিদেশ ফেরত লোক ছাড়াও দক্ষিণ কোরিয়ায় যেসব নতুন আক্রান্ত পাওয়া যাচ্ছে, তাদের বেশির ভাগই নাইট ক্লাব ও বিভিন্ন বিনোদন কেন্দ্র থেকে। এছাড়া জনবহুল এলাকায়ও সংক্রমিত পাওয়া যাচ্ছে।

[৯] এই মহামারীতে বিশ্বজুড়ে মারা গেছে তিন লাখ ৪৭ হাজার। সংক্রমিত হয়েছে ৫.৫২ মিলিয়ন লোক। এর মধ্যে সুস্থ হয়েছে ২.২৫ মিলিয়ন লোক। এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়