শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : নতুনভাবে চীনে ৭, দক্ষিণ কোরিয়ায় ১৯ জন সংক্রমিত

ইমরুল শাহেদ : [২] বুধবারের ২৪ ঘন্টায় এই সংক্রমণের ঘটনা ঘটেছে। এক্সপ্রেস ট্রিবিউন, আনাদুলু, এবিসি নিউজ

[৩] চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, চীনের মূল ভূখন্ডে নতুনভাবে সাতজনের মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে।

[৪] তবে এই ভাইরাসে চীনে আপাতত কোনো মৃত্যু নেই। নতুন সংক্রমিত এসব লোকজন এসেছে বিদেশ থেকে। এছাড়া বেইজিংয়ে কিছু আন্তর্জাতিক স্কুল ১ জুন থেকে খুলে দেওয়া হচ্ছে।

[৫] করোনায় চীনে এ পর্যন্ত মারা গেছে চার হাজার ৬৩৮ জন। সংক্রমিত হয়েছে ৮৪ হাজার এবং এর মধ্য থেকে সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৫৩ জন। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়।

[৬] পক্ষান্তরে কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, সংক্রমিত ১৯ জনের মধ্যে দুইজন মারা গেছে।

[৭] সংক্রমিতদের মধ্যে তিনজন এসেছে বিদেশ থেকে। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ১১ হাজার ২৭৫ জন। তার মধ্যে মারা গেছে ২৬৯ জন।

[৮] বিদেশ ফেরত লোক ছাড়াও দক্ষিণ কোরিয়ায় যেসব নতুন আক্রান্ত পাওয়া যাচ্ছে, তাদের বেশির ভাগই নাইট ক্লাব ও বিভিন্ন বিনোদন কেন্দ্র থেকে। এছাড়া জনবহুল এলাকায়ও সংক্রমিত পাওয়া যাচ্ছে।

[৯] এই মহামারীতে বিশ্বজুড়ে মারা গেছে তিন লাখ ৪৭ হাজার। সংক্রমিত হয়েছে ৫.৫২ মিলিয়ন লোক। এর মধ্যে সুস্থ হয়েছে ২.২৫ মিলিয়ন লোক। এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়