শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ : নতুনভাবে চীনে ৭, দক্ষিণ কোরিয়ায় ১৯ জন সংক্রমিত

ইমরুল শাহেদ : [২] বুধবারের ২৪ ঘন্টায় এই সংক্রমণের ঘটনা ঘটেছে। এক্সপ্রেস ট্রিবিউন, আনাদুলু, এবিসি নিউজ

[৩] চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, চীনের মূল ভূখন্ডে নতুনভাবে সাতজনের মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে।

[৪] তবে এই ভাইরাসে চীনে আপাতত কোনো মৃত্যু নেই। নতুন সংক্রমিত এসব লোকজন এসেছে বিদেশ থেকে। এছাড়া বেইজিংয়ে কিছু আন্তর্জাতিক স্কুল ১ জুন থেকে খুলে দেওয়া হচ্ছে।

[৫] করোনায় চীনে এ পর্যন্ত মারা গেছে চার হাজার ৬৩৮ জন। সংক্রমিত হয়েছে ৮৪ হাজার এবং এর মধ্য থেকে সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৫৩ জন। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়।

[৬] পক্ষান্তরে কোরিয়া সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, সংক্রমিত ১৯ জনের মধ্যে দুইজন মারা গেছে।

[৭] সংক্রমিতদের মধ্যে তিনজন এসেছে বিদেশ থেকে। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ১১ হাজার ২৭৫ জন। তার মধ্যে মারা গেছে ২৬৯ জন।

[৮] বিদেশ ফেরত লোক ছাড়াও দক্ষিণ কোরিয়ায় যেসব নতুন আক্রান্ত পাওয়া যাচ্ছে, তাদের বেশির ভাগই নাইট ক্লাব ও বিভিন্ন বিনোদন কেন্দ্র থেকে। এছাড়া জনবহুল এলাকায়ও সংক্রমিত পাওয়া যাচ্ছে।

[৯] এই মহামারীতে বিশ্বজুড়ে মারা গেছে তিন লাখ ৪৭ হাজার। সংক্রমিত হয়েছে ৫.৫২ মিলিয়ন লোক। এর মধ্যে সুস্থ হয়েছে ২.২৫ মিলিয়ন লোক। এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়