শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেনের দাফন সম্পন্ন

মনিরুল ইসলামঃ করোনায় আত্রুান্ত হয়ে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা , সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার ঈদের দিন তার প্রিয় এলাকা মোহাম্নদপুরেই তাকে দাফন করা হলো। সকাল সাড়ে ১১ টায় সলিমুল্লাহ রোড সংলগ্ন মোহাম্মদপুর জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে নামাজে জানাজা। এতে ধানমন্ডির - মোহাম্মদপুরের সর্বস্তরের মানুষ। দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ এতে অংশ নেন।

এলাকায় স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের নেতারা,স্থানীয় সকল ওয়ার্ডের কাউন্সিলরসহ মোহাম্মদপুর ও ধানমন্ডির আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। জানাজায় মানুষের ঢল ছিলো।

হাজী মকবুল হোসেনের পরিবারের সদস্যরা নামাজার সম্মুখভাগে ছিলেন। তার বড় ছেলে টাঙ্গাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটো, ছোট ছেলে মুজিবুল ইসলাম পান্না, শ্যালক হীরনসহ অন্যান্য আত্বীয়স্বজন জানাজায় অংশ নেন। জানাজা শেষে সাড়ে ১২ টায় সলিমুল্লাহ রোডস্থ কবরস্থানে চির নিদ্রায় শায়িত হন। এসময় উপস্থিল সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। তার মরদেহ আল মারকাজুল ইসলামের তত্বাবধানে ঈদগাহ মাঠে আনা হয়। পরে তাদের ব্যবস্থাপনায় দাফন সম্পন্ন হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত কাল রবিবার রাত ৯ টায় হাজী মকবুল হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী মোনা হোসেন, পুত্র সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু , মুজিবুল ইসলাম পান্না, নাতি নাতনি, আত্মিয় স্বজনসহ অগণিত গুনগ্রাহী রেখে গেছেন। সেইসাথে তার স্ত্রী মিসেস মোনা হোসেন তিনিও করোনায় আক্রান্ত হয়ে এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ,তেজগাঁয় চিকিৎসাধীন আছেন।

আলহাজ্ব মকবুল হোসেন ধানমন্ডি-মোহাম্মদপুর ঢাকা ৯ আসনে ১৯৯৬ -২০০১ মেয়াদে আওয়ামী লীগ থেকে এম পি নির্বাচিত হয়েছিলেন। জগন্নাথ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় জীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আমৃত্যু যুক্ত ছিলেন।১৯৭১ সালে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

দৈনিক আল আমীন পত্রিকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কো.লি.,সিটি ইউনিভার্সিটি,এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, পান্না টেক্সটাইল মিলস লি., মোনা প্রপার্টিজ,এমিকো ল্যাবরেটরিজ লি.মোনা সিকিউরিটিজ, আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজসহ বেশ কয়েকটি ব্যাংক, বীমা, বাণিজ্যিক, শিল্প,অর্থলগ্নী প্রতিষ্ঠান, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ মোনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, এফবিসিসিআইসহ বেশকিছু এসোসিয়েশনের সদস্য ছিলেন।উচ্চ শিক্ষায় শিক্ষিত, প্রতিষ্ঠান গড়ার কারিগর ,অনেক বড় মনের এ মানুষটির জন্মস্থান মুন্সিগঞ্জের টুংগীবাড়ি হলেও ছাত্রজীবন থেকে তিনি মোহাম্মদপুরের মাটি ও মানুষের সাথে জীবন কাটিয়েছেন।শেষ দিন পর্যন্ত তিনি মোহাম্মদপুরের মানুষের জন্য কাজ করে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়