শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ সংক্রমনে বিশ্বজুড়ে আক্রান্ত ২৩ লাখ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

শাহীন খন্দকার :[২] করোনাভাইরাস সংক্রমনে আক্রান্তের পর এ পর্যন্ত ২৩ লক্ষাধিক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, রোববার মধ্যরাত পর্যন্ত বিশ্বব্যাপী ২৩ লাখ ২ হাজার ২৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন।

[৩] এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৬৮৮ জন, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৯৮ হাজার ৫৮০। করোনায় আক্রান্তের সংখ্যার মতো সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১৬ লাখ ৮৬ হাজার ৪৩৬ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৪ লাখ ৫১ হাজার ১৭০ জন।

[৪] এরপর সর্বাধিক সুস্থ ইউরোপের দেশ স্পেন, জার্মানি, ইতালিতে। স্পেনে ২ লাখ ৮২ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন; জার্মানিতে ১ লাখ ৮০ হাজার ৩২৮ জনের মধ্যে সুস্থ অন্তত ১ লাখ ৬০ হাজার; আর ইতালিতে সোয়া দুই লাখ রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪০ হাজার মানুষ।

[৫] ইউরোপের দেশগুলোতে করোনা কোভিড-১৯ এর প্রাদুর্ভাব কমতে থাকলেও বাড়ছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটির একদিনের করোনায় মৃত্যু সংখ্যা যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় ৭০৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২২০ জন। যেখানে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬১৭ জন এবং আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬০৮ জন।

[৬] সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাউথ আমেরিকাকে এই মহামারীর নতুন কেন্দ্রভূমি ঘোষণা করেছে। সেসব দেশের মধ্যে ব্রাজিল নিয়ে সবার ভাবনাটা বেশিই।

[৭] তবে পুরো বিশ্বের মৃত্যু হার বিবেচনা করলে দেখা যায়, গত ১৭ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হার ছিল যেখানে ১৭ দশমিক৫৭ শতাংশ, সেখানে এক সপ্তাহের ব্যবধানে কমে ২৪ মে হয়েছে ১৩ দশমিক ৬৯ শতাংশ। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে যা মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়