শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নেয়া আলোচিত খোরশেদের স্ত্রী করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : [২] করোনার প্রকোপের শুরু থেকেই নানা কার্যক্রম ও করোনায় মৃতদের দাফন কার্যে এগিয়ে আসেন নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এখন পর্যন্ত অর্ধশতাধিক দাফনও করেছেন তিনি। সেই খোরশেদের স্ত্রী এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৩] রবিবার (২৪ মে) নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শামসুজ্জোহা সরকার সঞ্চয় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাউন্সিলর খোরশেদ এর স্ত্রী আফরোজা খন্দকার লোনার করোনা পজিটিভ পাওয়া গেছে। গতকাল রিপোর্টে তার কোনো পজিটিভ পাওয়া যায় বর্তমানে তিনি হোম আইসোলেশন রয়েছেন।

[৪] স্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে খোরশেদ জানান, ২২ মে নমুনা সংগ্রহ করা হলে ২৩ মে ফলাফলে আমার স্ত্রী আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনি বাড়িতেই ছিলেন এবং কোথাও যাননি, কীভাবে আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত নই। তবে এখন পর্যন্ত নানান কাজ করেছি, করছি ২২ তারিখ আমিও নমুনা দিয়েছিলাম তবে আমার নেগেটিভ এসেছে।

[৫] বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আপন আত্নীয়স্বজনরা যখন করোনা আক্রান্ত রোগীকে পরিত্যাগ করেছেন ঠিক তখনই মানবতার দূত হিসেবে আবির্ভাব হয়েছিল খোরশেদ। করোনার সময়ে আলোচিত এ মুখের কার্যক্রমের প্রশংসা দেশ ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায়ও উঠে আসে। তিনি তার স্ত্রী আক্রান্ত হলেও তার সব কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান। ঈদের দিনও তারা সব ধরনের কার্যক্রম পরিচালনা করবেন। তিনি ও তার টিম এ পর্যন্ত ৫৪টি দাফনকাজ সম্পন্ন করেছেন। বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়