শিরোনাম
◈ আজ দুপুর ২টায় সারাদেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের ◈ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি ◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কাঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরিতে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভীড়

মাদারীপুর প্রতিনিধি :[২] কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরিতে রবিবার বেলা বাড়ার সাথে সাথে ঘরমুখো যাত্রী চাপ বাড়ছে। ফেরিতে গাদাগাদি করে যাত্রী পার হচ্ছে। শারীরিক দূরত্ব মানার কোন বালাই নেই। নেই সুরক্ষা সরঞ্জাম।

[৩] ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বাড়তি ভাড়া দিয়ে শিমুলীয়া ঘাটে এসে ফেরি পার হয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকেও মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে যাত্রীরা ৩-৪ গুন অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। ফেরিগুলোতে জরুরী এ্যাম্বুলেন্স, ব্যাক্তিগত গাড়ি, কাঁচামালবাহী ও পন্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। এদিনও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী গনপরিবহন উল্টোপথে ফিরিয়ে দিচ্ছেন।

[৪] জানা যায়, রবিবার সকাল থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের ফেরিগুলোতে দক্ষিনাঞ্চলগামী ঘরমুখো যাত্রীদের চাপ শুরু হয়। শিমুলীয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত গাড়ি, কাঁচামাল ও পন্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীর চাপও দেখা গেছে।

[৫] ঢাকা থেকে এসকল যাত্রী রেন্ট এ কারের যানবাহনসহ ঈজিবাইক,মটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছেন। তবে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলোতে যানবাহন বা যাত্রীদের চাপ না থাকায় ফেরিগুলো কম যানবাহন নিয়েই পারাপার হচ্ছে। এদিন সকাল থেকে ১৩ টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে।

[৬] যাত্রী চাপ ঠেকাতে এদিনও মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত পরিবহন, কাঁচামাল ও পন্যবাহী ট্রাক ছাড়া সকল গনপরিবহন উল্টোপথে ফিরিয়ে দিচ্ছেন। তবে অনেকে পন্যবাহী পরিবহনে চড়েও গন্তব্যে যাচ্ছেন। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত ভাড়া ব্যয় করে শিমুলীয়া ঘাটে এসে ফেরিতে নদী পার হয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকে মাইক্রোবাস, মোটরসাইকেল, ঈজিবাইকসহ বিভিন্ন যানবাহনে ৩-৪ গুন বাড়তি ভাড়া দিয়ে বরিশাল, খুলনা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় যাচ্ছেন বলে যাত্রীরা অভিযোগ করেন। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়