শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কাঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরিতে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভীড়

মাদারীপুর প্রতিনিধি :[২] কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরিতে রবিবার বেলা বাড়ার সাথে সাথে ঘরমুখো যাত্রী চাপ বাড়ছে। ফেরিতে গাদাগাদি করে যাত্রী পার হচ্ছে। শারীরিক দূরত্ব মানার কোন বালাই নেই। নেই সুরক্ষা সরঞ্জাম।

[৩] ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বাড়তি ভাড়া দিয়ে শিমুলীয়া ঘাটে এসে ফেরি পার হয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকেও মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে যাত্রীরা ৩-৪ গুন অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। ফেরিগুলোতে জরুরী এ্যাম্বুলেন্স, ব্যাক্তিগত গাড়ি, কাঁচামালবাহী ও পন্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। এদিনও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী গনপরিবহন উল্টোপথে ফিরিয়ে দিচ্ছেন।

[৪] জানা যায়, রবিবার সকাল থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের ফেরিগুলোতে দক্ষিনাঞ্চলগামী ঘরমুখো যাত্রীদের চাপ শুরু হয়। শিমুলীয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত গাড়ি, কাঁচামাল ও পন্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীর চাপও দেখা গেছে।

[৫] ঢাকা থেকে এসকল যাত্রী রেন্ট এ কারের যানবাহনসহ ঈজিবাইক,মটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছেন। তবে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলোতে যানবাহন বা যাত্রীদের চাপ না থাকায় ফেরিগুলো কম যানবাহন নিয়েই পারাপার হচ্ছে। এদিন সকাল থেকে ১৩ টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে।

[৬] যাত্রী চাপ ঠেকাতে এদিনও মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত পরিবহন, কাঁচামাল ও পন্যবাহী ট্রাক ছাড়া সকল গনপরিবহন উল্টোপথে ফিরিয়ে দিচ্ছেন। তবে অনেকে পন্যবাহী পরিবহনে চড়েও গন্তব্যে যাচ্ছেন। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত ভাড়া ব্যয় করে শিমুলীয়া ঘাটে এসে ফেরিতে নদী পার হয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকে মাইক্রোবাস, মোটরসাইকেল, ঈজিবাইকসহ বিভিন্ন যানবাহনে ৩-৪ গুন বাড়তি ভাড়া দিয়ে বরিশাল, খুলনা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় যাচ্ছেন বলে যাত্রীরা অভিযোগ করেন। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়