শিরোনাম
◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের ◈ বাংলাদেশের ডাকে সাড়া: ১৬ দেশ পাঠাচ্ছে অর্ধশতাধিক পর্যবেক্ষক

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কাঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরিতে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভীড়

মাদারীপুর প্রতিনিধি :[২] কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরিতে রবিবার বেলা বাড়ার সাথে সাথে ঘরমুখো যাত্রী চাপ বাড়ছে। ফেরিতে গাদাগাদি করে যাত্রী পার হচ্ছে। শারীরিক দূরত্ব মানার কোন বালাই নেই। নেই সুরক্ষা সরঞ্জাম।

[৩] ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বাড়তি ভাড়া দিয়ে শিমুলীয়া ঘাটে এসে ফেরি পার হয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকেও মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে যাত্রীরা ৩-৪ গুন অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। ফেরিগুলোতে জরুরী এ্যাম্বুলেন্স, ব্যাক্তিগত গাড়ি, কাঁচামালবাহী ও পন্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। এদিনও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী গনপরিবহন উল্টোপথে ফিরিয়ে দিচ্ছেন।

[৪] জানা যায়, রবিবার সকাল থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের ফেরিগুলোতে দক্ষিনাঞ্চলগামী ঘরমুখো যাত্রীদের চাপ শুরু হয়। শিমুলীয়া থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত গাড়ি, কাঁচামাল ও পন্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীর চাপও দেখা গেছে।

[৫] ঢাকা থেকে এসকল যাত্রী রেন্ট এ কারের যানবাহনসহ ঈজিবাইক,মটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছেন। তবে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলোতে যানবাহন বা যাত্রীদের চাপ না থাকায় ফেরিগুলো কম যানবাহন নিয়েই পারাপার হচ্ছে। এদিন সকাল থেকে ১৩ টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে।

[৬] যাত্রী চাপ ঠেকাতে এদিনও মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত পরিবহন, কাঁচামাল ও পন্যবাহী ট্রাক ছাড়া সকল গনপরিবহন উল্টোপথে ফিরিয়ে দিচ্ছেন। তবে অনেকে পন্যবাহী পরিবহনে চড়েও গন্তব্যে যাচ্ছেন। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত ভাড়া ব্যয় করে শিমুলীয়া ঘাটে এসে ফেরিতে নদী পার হয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকে মাইক্রোবাস, মোটরসাইকেল, ঈজিবাইকসহ বিভিন্ন যানবাহনে ৩-৪ গুন বাড়তি ভাড়া দিয়ে বরিশাল, খুলনা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় যাচ্ছেন বলে যাত্রীরা অভিযোগ করেন। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়