শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতিতে নজরুল বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগের অভিনব উদ্যোগ

জাককানইবি প্রতিনিধি : [২] বৈশ্বিক করোনা সংকটকালীন উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সাবেক ছাত্রলীগ নেতা, কর্মীদের সমন্বয়ে গঠিত 'সাবেক ছাত্রলীগ ওয়েলফেয়ার ফান্ডঃ জাককানইবি শাখা' এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ৭৫ জন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা এবং বিশ্ববিদ্যালয় এলাকায় অর্ধ-শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেয়া হয়।

[৩] শিক্ষার্থীদের মুঠোফোনে বিকাশ ও রকেটের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে। সাবেক ছাত্রলীগের এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।গতকাল শুক্রবার ও গত বুধবার ৭৫ জন শিক্ষার্থীকে প্রায় এক লাখ টাকা ঈদ উপহার হিসেবে দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতারা।

[৪] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ উক্ত প্রতিষ্ঠানের একাডেমিক যাত্রার শুরু থেকেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে সকল সময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।

[৫] তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারী কোভিড -১৯ এর প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁদের মানবিক দায়বদ্ধতা থেকে স্বতঃস্ফূর্তভাবে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের মাঝে এ নগদ অর্থ সহায়তা প্রদানসহ বিশ্ববিদ্যালয় এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সাহায্যে ও সহযোগিতার অংশ হিসেবে ঈদ সামগ্রী প্রদান করা হয়।

[৬] জাককানইবি শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত আর্থিক অনুদানে এই মানবিক সহায়তা কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ মনে করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল মানবিক উদ্যোগে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ সর্বদা অগ্রনী ভূমিকা পালন করবে এবং দেশ ও জাতির প্রতিটি প্রয়োজনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শোষণমুক্ত সোনার বাংলা বিনির্মাণের পদাতিক যোদ্ধা হিসাবে আজীবন সংগ্রাম অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়