শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করাচিতে ১০৭ যাত্রী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের এয়ারবাস ৩২০ বিমান বিধ্বস্ত (ভিডিও) অলৌকিকভাবে বেচে গেছেন কয়েকজন!

রাশিদ রিয়াজ : [২] পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি উড়োজাহাজ করাচির আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকর্মীরা বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করতে সমর্থ  হয়েছে। তাদের সংখ্যা ঠিক কত তা নিশ্চিত জানা জায়নি। ছবিতে দেখা যাচ্ছে একটি শিশুকে কোলে করে বেরিয়ে আসছে এক উদ্ধারকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা আরো কয়েকজনকে বিমানটির ধ্বংশবাশেষ থেকে বের হয়ে আসতে দেখেছেন। মিরর’এর প্রতিবেদনে অন্তত দুজনকে জীবিত উদ্ধারের কথা বলা হয়েছে। দি সানের প্রতিবেদনে বলা হচ্ছে জনা চল্লিশেক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তারা আশেপাশের ভবনের বাসিন্দা হয়ে থাকতে পারেন। বিমানটির যাত্রীদের মধ্যে কোনো জীবিত যাত্রীকে উদ্ধার করা আদৌ সম্ভব হয়েছে কি না তা এখনো নিশ্চিত করে কিছু জানায়নি উদ্ধারকর্মী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাকিস্তানের একাধিক মিডিয়া বিমানটি থেকে জীবিত উদ্ধারের কথা বললেও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

ইদি ফাউন্ডেশন জানিয়েছে তারা দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৩৫টি লাশ উদ্ধার করে। আহত অবস্থায় আরো ১৫/২০জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় যাদের বাড়ি ঘরের ওপর বিমানটি আছড়ে পড়ার পর চারপাশে আগুর ধরে যায়। অন্তত ৫টি বাড়ি জুড়ে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

বিমানটি করাচির উদ্দেশে লাহোর থেকে ১০৭ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। বিমানটি প্রথমে একটি মোবাইল ফোনের টাওয়ারের সঙ্গে ধাক্কা লাগে এবং এরপর বিধ্বস্ত হয়। এর আগে  করাচি বিমানবন্দরে অবতরণ করার ঠিক এক মিনিট আগে বিমানটির বৈমানিক কন্ট্রোলটাওয়ারকে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে ‘মে ডে’ ঘোষণা করেন। এরপরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৈমানিক বিমানটির দুটি ইঞ্জিনই বিকলের কথা জানাতে পেরেছিলেন।

পিআইএ’র মুখপাত্র আবদুল সাত্তারের বরাত দিয়ে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, লাহোর থেকে ছেড়ে আসা ফ্লাইট এ-৩২০ করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার কয়েক মিনিট আগে কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই ফ্লাইটে ৯৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়