শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় পৃথক সড়ক দূঘর্টনায় একজন নিহত ও চারজন আহত

র‌হিদুল খান : [২] মঙ্গলবার সকাল সা‌ড়ে আটটার দি‌কে চৌগাছা কোটচাঁদপুর সড়‌কের দে‌বিপুর বাজা‌রের নিক‌টে বিএন‌পি নেতা আব্দুল হা‌লিম চঞ্চ‌লের ইটভাটার ট্রাকট‌রে এক‌টি মটর সাই‌কে‌লে‌কে ধাক্কা দেয়।

[৩] এ ঘটনায় মটর সাই‌কেল আ‌রোহী রা‌কিব হাসান (২৭) ঘটনাস্থ‌লে নিহত হন। তি‌নি অ‌লিম্পিক কোম্পানী চৌগাছা উপ‌জেলার সেলস্ অ‌ফিসার। তার বা‌ড়ি ঝিনাইদহ জেলার হাট‌গোপালপু‌রে। এসময় মটরসাই‌কেলর অপর আ‌রোহী নওয়াব আলী (৩০) আহত হন। তি‌নি কেশবপুর উপ‌জেলার বাঁকা বরশী নতুন হাট এলাকার জা‌মির আলীর ছে‌লে।

[৪] তি‌নিও অ‌লি‌ম্পিক কোম্পানির সেলস্ অ‌ফিসার। নিহত রা‌কিব হাসা‌নের মর‌দেহ চৌগাছা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে রাখা হ‌য়ে‌ছে। আহত‌ নওয়াব আলী‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

[৫] অপর দূঘর্টনা‌টি ঘ‌টে সকাল ৯টার দি‌কে চৌগাছা ডি‌গ্রি ক‌লে‌জের সাম‌নে । য‌শোর থে‌কে এক‌টি ইজিবাইক চৌগাছা আসার প‌থে দ্রুত গ‌তির কার‌নে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঘটনাস্থ‌লে উ‌ল্টে যায়। এ ঘটনায় ই‌জিবাই‌কের যাত্রী চৌগাছা পল্লী বিদ্যৎ অ‌ফি‌সের সহকারী ক্যা‌শিয়ার হা‌বিবা খাতুন (৪৫), আ‌কিজ গ্রু‌পের সেলস অ‌ফিসার সানী (৩০) ও ম‌হেশপুর উপ‌জেলার আ‌লিশা গ্রা‌মের রো‌জিনা খাতুন(৪০) আহত হয়। তা‌দের‌কে চৌগাছা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

[৬] চৌগাছা থানার ও‌সি রিফাত খান রা‌জিব ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়