শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় পৃথক সড়ক দূঘর্টনায় একজন নিহত ও চারজন আহত

র‌হিদুল খান : [২] মঙ্গলবার সকাল সা‌ড়ে আটটার দি‌কে চৌগাছা কোটচাঁদপুর সড়‌কের দে‌বিপুর বাজা‌রের নিক‌টে বিএন‌পি নেতা আব্দুল হা‌লিম চঞ্চ‌লের ইটভাটার ট্রাকট‌রে এক‌টি মটর সাই‌কে‌লে‌কে ধাক্কা দেয়।

[৩] এ ঘটনায় মটর সাই‌কেল আ‌রোহী রা‌কিব হাসান (২৭) ঘটনাস্থ‌লে নিহত হন। তি‌নি অ‌লিম্পিক কোম্পানী চৌগাছা উপ‌জেলার সেলস্ অ‌ফিসার। তার বা‌ড়ি ঝিনাইদহ জেলার হাট‌গোপালপু‌রে। এসময় মটরসাই‌কেলর অপর আ‌রোহী নওয়াব আলী (৩০) আহত হন। তি‌নি কেশবপুর উপ‌জেলার বাঁকা বরশী নতুন হাট এলাকার জা‌মির আলীর ছে‌লে।

[৪] তি‌নিও অ‌লি‌ম্পিক কোম্পানির সেলস্ অ‌ফিসার। নিহত রা‌কিব হাসা‌নের মর‌দেহ চৌগাছা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে রাখা হ‌য়ে‌ছে। আহত‌ নওয়াব আলী‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

[৫] অপর দূঘর্টনা‌টি ঘ‌টে সকাল ৯টার দি‌কে চৌগাছা ডি‌গ্রি ক‌লে‌জের সাম‌নে । য‌শোর থে‌কে এক‌টি ইজিবাইক চৌগাছা আসার প‌থে দ্রুত গ‌তির কার‌নে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঘটনাস্থ‌লে উ‌ল্টে যায়। এ ঘটনায় ই‌জিবাই‌কের যাত্রী চৌগাছা পল্লী বিদ্যৎ অ‌ফি‌সের সহকারী ক্যা‌শিয়ার হা‌বিবা খাতুন (৪৫), আ‌কিজ গ্রু‌পের সেলস অ‌ফিসার সানী (৩০) ও ম‌হেশপুর উপ‌জেলার আ‌লিশা গ্রা‌মের রো‌জিনা খাতুন(৪০) আহত হয়। তা‌দের‌কে চৌগাছা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

[৬] চৌগাছা থানার ও‌সি রিফাত খান রা‌জিব ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়