শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোহল হোসাইন : [২] করোনা পরিস্থিতিতে মানিকগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে অসহায় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়েক্রমে আরও ৬ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাউল, সেমাই, চিনি,তেল ও আলুর প্যাকেট তুলে দেওয়া হবে। সোমবার বিকেলে পৌরসভার বান্দুটিয়া দুধবাজার এলাকার শতাধিক অসহায় পরিবারের সদস্যদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

[৩] এসময় মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজক খান আপেল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিম উল্লাহ লিল্টু, পৌর যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান, যুবলীগ নেতা শুভ, ইমন চৌধুরী রনি, কাজল শিকদার, নূর মোহাম্মদ নূরা, খাইরুল আলম মিলন, সেকেন্দার আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাবসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

[৪] ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে সুলতানুল আজম খান আপেল তার সংক্ষিপ্ত বক্তব্যে পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, দেশনেত্রী শেখ হাসিনার পাশাপাশি তিনিও ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকায় ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

[৫] পৌরবাসীর খাদ্য ও চিকিৎসাসেবার প্রয়োজন হলে সাথে সাথে তাকে জানানোর অনুরোধও করেন তিনি। যুবলীগ নেতা মশিউর রহমান বলেন, সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে রয়েছে পৌর যুবলীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে পৌর যুবলীগের উদ্যোগে পৌরসভার নয় শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে একটি করে প্যাকেট উপহার হিসেবে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে এই ঈদ সামগ্রী পৌছে দেওয়া হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়