শিরোনাম
◈ জনসমাগমে থমকে মহাসড়ক: নারায়ণগঞ্জ অংশে দীর্ঘ যানজট ◈ বিমানবন্দর থেকে পূর্বাচলে পথে তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোহল হোসাইন : [২] করোনা পরিস্থিতিতে মানিকগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে অসহায় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়েক্রমে আরও ৬ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাউল, সেমাই, চিনি,তেল ও আলুর প্যাকেট তুলে দেওয়া হবে। সোমবার বিকেলে পৌরসভার বান্দুটিয়া দুধবাজার এলাকার শতাধিক অসহায় পরিবারের সদস্যদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

[৩] এসময় মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজক খান আপেল, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিম উল্লাহ লিল্টু, পৌর যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান, যুবলীগ নেতা শুভ, ইমন চৌধুরী রনি, কাজল শিকদার, নূর মোহাম্মদ নূরা, খাইরুল আলম মিলন, সেকেন্দার আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাবসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

[৪] ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে সুলতানুল আজম খান আপেল তার সংক্ষিপ্ত বক্তব্যে পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, দেশনেত্রী শেখ হাসিনার পাশাপাশি তিনিও ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার বিভিন্ন এলাকায় ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

[৫] পৌরবাসীর খাদ্য ও চিকিৎসাসেবার প্রয়োজন হলে সাথে সাথে তাকে জানানোর অনুরোধও করেন তিনি। যুবলীগ নেতা মশিউর রহমান বলেন, সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে রয়েছে পৌর যুবলীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে পৌর যুবলীগের উদ্যোগে পৌরসভার নয় শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে একটি করে প্যাকেট উপহার হিসেবে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে এই ঈদ সামগ্রী পৌছে দেওয়া হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়