শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শাহজাহানপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৩লাখ টাকা ছিনতাই

আরএইচ রফিক : [২] বগুড়ার শাজাহানপুরে এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরিকাঘাক করে ছিনতাই করা হয়েছে ৩লক্ষ টাকা । পোল্ট্রি ফার্মের মুরগী বিক্রির কথা বলে ডেকে এনে জননী এন্টার প্রাইজ নামের ঢাকার এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজারকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে তিন লক্ষ টাকা ছিনিয়ে নেবার ঘটনায় গোটা এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

[৩] শনিবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার আড়িয়া বারআঞ্জুল মাছির বাজার এলাকায় ।

[৪] এ বিষয়ে ঢাকার জননী এন্টার প্রাইজের স্বত্তাধিকারী অরুণ কুমারের অভিযোগে জানা গেছে, ঢাকার মিরপুর-১ এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে । তিনি দীর্ঘদিন যাবত উত্তরাঞ্চল থেকে রাজিব ও রনি নামে দুই ব্যবসায়ীর মাধ্যমে মুরগী ক্রয় করে ঢাকায় এনে ব্যবসা করছিলেন। কয়েক দিন ধরে একটি মোবাইল নাম্বার থেকে নয়ন নামে পরিচয় দিয়ে বগুড়ার নয়মাইল এলাকার ঠিকানায় মুরগী বিক্রির কথা বলে।

[৫] তিনি আরো জানান ,রাজিব ও রনির সাথে পরিচয় আছে এবং একই সাথে ব্যবসা করেন বলেও জানায় নয়ন। নয়নের কথা মত শনিবার ঢাকা থেকে মুরগী ট্রাক সহ ম্যানেজার সোহরাবকে পাঠিয়ে দেয়া হয়। ঘটনার দিন সন্ধ্যার আগে শাহজাহানপুরের নয়মাইল থেকে দুই মটরসাইকেল আরোহী নয়ন পরিচয় দিয়ে ট্রাকসহ ম্যানেজারকে বারআঞ্জুল মাছির বাজার নামক স্থানে নিয়ে যায়। সেখানে রাস্তার উপর ট্রাক থামিয়ে ইফতারের কথা বলে সময় ক্ষেপন করতে থাকে তারা । ইফতার পর সন্ধ্যা ঘনিয়ে এলে আরো দুই মটরসাইকেল আরোহী এসে ধারালো অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে টাকা বের করতে বলে। তাতে বাঁধা দিলে ম্যানেজারকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

[৬] তিনি জানান ,এসময় ছিনতাইকারীদের সবার মুখে মাস্ক পড়া ছিল। গুরুতর আহত অবস্থায় ম্যানেজার সোহরাব হোসেনকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমান তিনি ঢাকায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধিন রয়েছেন। এঘটনায় রবিবার রাতে শাজাহানপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া শেষ করা হয়েছির বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়