শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে অ্যামাজন অরণ্যে হাসপাতাল বানাবে পেরু

লিহান লিমা: [২]অ্যামাজনের আদিবাসী গোত্রগুলোকে করোনার চিকিৎসা দিতে এই উদ্যোাগ নিয়েছে দেশটি। দেশটির সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় ইসসালুদ বলছে, ব্রাজিল সীমান্তের ইউকাইয়ালি অঞ্চলের পুকালপাতে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। ৩ সপ্তাহের মধ্যেই সেখানে চিকিৎসা কার্যক্রম চালু করা হবে। এনডিটিভি, এসবিএস

[৩] পেরুর অংশের অ্যামাজন অঞ্চলগুলোতে ইতোমধ্যেই করোনা সংক্রমণের প্রকোপ বেড়েছে। সেখানে জরুরি অবস্থা চলছে। বৃহত্তম শহর ইকুইটোসের হাসপাতালে কোভিড-১৯ রোগিদের জায়গা দেয়া যাচ্ছে না। মর্গগুলো মৃতদেহে ভর্তি হয়ে গিয়েছে। পেরুর প্রশাসন বলেছে, শীঘ্রই অ্যামাজন অরণ্যের অধিবাসীদের রক্ষায় ২২০ জন স্বাস্থ্যকর্মী প্রেরণ করা হবে।

[৪]অ্যামাজন জঙ্গলের বড় একটি অংশ পড়েছে ব্রাজিলে। দেশটি ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকার করোনাভাইরাসের হটস্পটে পরিণত হয়েছে। সেখানকার ৩৮টি আদিবাসী অঞ্চলে করোনা ছড়িয়ে পড়েছে। কিন্তু দেশটির প্রধানমন্ত্রী জেইর বোলসানারো করোনাকে সাধারণ ফ্লু বলেই উড়িয়ে দিচ্ছেন। বোলসানারোর সঙ্গে দ্ব›েদ্ব জড়িয়ে গত এক মাসের ব্যবধানে পদত্যাগ করেছেন দুই জন স্বাস্থ্যকর্মী।

[৫] পেরুর সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র ফেডেরিকো টং হুর্তাদো বলেছেন, ‘আমরা পেরুর অন্তুর্ভূক্ত অ্যামাজন অঞ্চলের সব অধিবাসীদের জন্য চিকিৎসা সেবা বাড়াতে নিরলসভাবে কাজ করছি। সেবা বৃদ্ধিতে প্রয়োজনিয় সব সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতাল নির্মাণ করছি।’

[৬] অ্যামাজন জঙ্গলের ওই এলাকায় কোনো স্থলপথ না থাকায় নদীপথই যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রধানমন্ত্রী গুস্তাভো জেবাল্লোস বলেছেন, ‘সরকার আকাশপথে অক্সিজেনসহ প্রয়োজনিয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে। রাজধানী লিমা থেকে ইতোমধ্যেই পাশ্ববর্তী ইকুইটোসের হাসপাতালের জন্য ৪০ শয্যার অক্সিজেন প্ল্যান্ট পাঠানো হয়েছে। করোনা ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় অক্সিজেনের অভাবেই রোগীরা মারা যাচ্ছেন।’

[৭] পেরুতে এ পর্যন্ত ৮৮ হাজার ৫৪১ করোনা শনাক্ত হয়েছেন। মারা গিয়েছেন ২ হাজার ৫২৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়