শিরোনাম
◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ প্রতিবেশী দেশের দালালি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ নির্বাচন কমিশন মিথ্যা বলছে: রিজভী ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ শাহ আমানতে এয়ার এরাবিয়ার বিমানে ব্রেকে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেলেন ২০০ আরোহী

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক সংকটে জাপানের হাসপাতাল, বিপর্যয়ে করোনা চিকিৎসা

মুসা আহমেদ: [২] জাপানে করোনা হাসপাতালে মাস্ক সংকটে করোনরোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার-স্বাস্থ্যকর্মী চরম ঝুঁকিতে রয়েছে। একই মাস্ক বারবার ব্যবহার করে বিপদের দিকে এগোচ্ছেন দেশটির চিকিৎসকরা। রোববার এক জরিপে এসব তথ্য তুলে ধরেছে দেশটির শ্রমিক সংঘ জেনকুকু ইশি ইউনিয়ন। রয়টার্স

[৩] এপিলের শেষের দিক থেকে ৬ মে পর্যন্ত ১৭০ জন ডাক্তারদের নিয়ে অনলাইনে এক জরিপ করে সংগঠনটি। বলা হয়, ৭০ শতাংশ ডাক্তারদের সামনে থেকে করোনা চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অথচ ৮০ শতাংশ চিকিৎসকের কর্মক্ষেত্রে ঝুঁকি নিবারণের কোন ব্যবস্থা রাখা হয়নি।

[৪] জরিপে আরো বলা হয়, করোনা চিকিৎসায় ডাক্তারদের অতিগুরুত্বপূর্ণ মাস্ক এন-৯৫ মাস্ক। করোনারোগীদের সেবাকালে এসব মাস্ক একবারের বেশি ব্যবহারের কোন সুযোগ নেই। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, এ মাস্ক সংকটের কারণে আমাদের ৩০ শতাংশ ডাক্তারই এ মাস্ক বারবার ব্যবহার করছে। আবার কেউ কেউ বেশ কয়েকদিন ব্যবহার করছে একই মাস্ক। ফলে ব্যাপক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে তারা।

[৫] এ বিষয়ে দেশটির ডাক্তার ও বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্যান্য দেশ করোনা মোকাবেলায় প্রয়োজনীয় সুরক্ষা ও চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থায় যেখানে তৎপর, আমাদের জাতীয় ও স্থানীয় সরকার এসব সুরক্ষা সরঞ্জামে আর্থিক সহায়তা দিতেই ব্যর্থ।

[৬] অনলাইনে প্রকাশিত ওই সংগঠনটি জানায়, করোনা হাসপাতালে কর্তব্যরত ৭০ শতাংশ চিকিৎসকই বলছেন, সরকার সঠিকভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।

[৭] দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৩৭ জন এবং আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭২৫ জন। অন্যদিকে, এ ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৩৩৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়