শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত ৫০ সহস্রাধিক, দেশটির সর্বত্র কার্ফিউ জারির সিদ্ধান্ত

রাশিদ রিয়াজ : [২] ঈদের ৫ দিনের ছুটি থেকে শুরু করে মে মাসের পুরোটাই কার্ফিউয়ে বন্দী করতে যাচ্ছে সৌদি আরব সরকার। কারণ হু হু করে বাড়ছে করোনাভাইরাসের আক্রান্তদের সংখ্যা। প্রথমদিকে করোনা মোকাবেলায় মোটামুটি নিয়ন্ত্রণ আনতে পারলেও মহামারীর পুনরুত্থানে পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। মিডিল ইস্ট আই ডটনেট

[৩] সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নতুন করে আরো ২ হাজার ৮৪০ জন করোনায় আক্রান্ত হওয়ার পর মোট আক্রান্তকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৯৮০ জনে। গত এক সপ্তাহ জুড়ে দিনে গড়ে ১৫শ নতুন আক্রান্তকারী হিসেবে যোগ হচ্ছে। রয়টার্স

[৪] ইতিমধ্যে দেশটির অর্থমন্ত্রী বাজেট বরাদ্দে কাটছাঁট এনেছেন করোনা মোকাবেলায়। সেই সঙ্গে তেলের দাম পড়ে যাওয়ায় তেল নির্ভর অর্থনীতির এ দেশটির অর্থনৈতিক সংকট এখন চরমে।

[৫] সৌদি সরকারের তরফ থেকে এপর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৩০২ জন বলা হচ্ছে। পারস্য এলাকায় সৌদিতেই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এর একটি কারণ হচ্ছে সারাবিশ্ব থেকে মুসলিম ছাড়াও অমুসলিম পর্যটক ও ভ্রমণকারীরা অনবরত সৌদি আরবে যাওয়া আসা করে থাকেন।

[৬] সৌদি স্বাস্থ্যমন্ত্রী তাওফিক আল-রাবিয়া জানান গত দুই সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ব্যাপক বেড়ে গেছে। এর একটি কারণ হচ্ছে স্বাস্থ্যমন্ত্রণালয় করোনা পরীক্ষা জোরদার করেছে।

[৭] সৌদি আরবে বিভিন্ন দেশের লাখ লাখ প্রবাসি কর্মী রয়েছে যাদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরো প্রতিকূল হয়ে পড়েছে। কারণ এত বিপুল সংখ্যক হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা সৌদিতে নেই।

[৮] গত দোসরা মার্চ সৌদি আরবে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তিকে পাওয়া যায়। এর আগে এশিয়ায় করোনা ছড়িয়ে পড়ে।

[৮] আগামী ২৩ থেকে ২৭ মে সৌদির সবগুলো শহরে এবং অঞ্চলগুলোতে কার্ফিউ বলবৎ শুরু হচ্ছে। এবার হজ বাতিলের বিষয়টি সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে সৌদি সরকার। গত মাসেই সৌদি সরকার অন্তত আগামী জুলাই পর্যন্ত পরিস্থিতি বিবেচনা কওে হজ প্রস্তুতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিভিন্ন মুসলিম দেশগুলোকে অনুরোধ জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়