শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ করতে বাড়ি যাচ্ছে মানুষ, শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ

মাসুদ আলম : [২] লকডাউনের মধ্যেও মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে কমপক্ষে ৫০০ যান। এছাড়া যাত্রীর চাপ তো আছেই। এত গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। শনিবার শিমুলিয়া ঘাটে এ অবস্থা দেখা গেছে। ঈদ করতে এসব মানুষ বাড়িতে যাচ্ছেন। শিমুলিয়া ঘাটে গাড়ির চাপবর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩টি ফেরি চলছে। তারপরও যান পারাপারে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে।

[৩] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি যে পুলিশ অনেক গাড়ি ঢাকার দিকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তারপরেও শিমুলিয়া ঘাটে গাড়ির অনেক চাপ। ১৩টি ফেরি নিয়েও যান পারাপারে হিমশিম খেতে হচ্ছে। সাধারণত ঈদের সময় ঘাটে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকে। ঘাটে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে ফেরি পারের জন্য ৬০-৭০ জন পুলিশ সদস্য মোতায়েন করা দরকার।’

[৪] সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, শুক্রবারের চেয়ে শনিবার ঘাট থেকে ঢাকার দিকে বেশি সংখ্যক গাড়ি ফেরত পাঠানো হচ্ছে। তারপরও ঘাটে গাড়ির জট। ট্রাফিক পুলিশ সদস্য কম হওয়ায় তাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আগে ঈদের সময় অন্য জেলা থেকে রিজার্ভ পুলিশ এনে ঘাটে দেওয়া হত। এবছর ঈদের সময় ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন সম্ভব হবে কিনা তা এখনও বলতে পারছি না। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়