শিরোনাম
◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান ◈ চাপ সৃষ্টি করে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলা‌দেশ‌কে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপ‌দেষ্টা

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ করতে বাড়ি যাচ্ছে মানুষ, শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ

মাসুদ আলম : [২] লকডাউনের মধ্যেও মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে কমপক্ষে ৫০০ যান। এছাড়া যাত্রীর চাপ তো আছেই। এত গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। শনিবার শিমুলিয়া ঘাটে এ অবস্থা দেখা গেছে। ঈদ করতে এসব মানুষ বাড়িতে যাচ্ছেন। শিমুলিয়া ঘাটে গাড়ির চাপবর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩টি ফেরি চলছে। তারপরও যান পারাপারে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে।

[৩] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি যে পুলিশ অনেক গাড়ি ঢাকার দিকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তারপরেও শিমুলিয়া ঘাটে গাড়ির অনেক চাপ। ১৩টি ফেরি নিয়েও যান পারাপারে হিমশিম খেতে হচ্ছে। সাধারণত ঈদের সময় ঘাটে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকে। ঘাটে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে ফেরি পারের জন্য ৬০-৭০ জন পুলিশ সদস্য মোতায়েন করা দরকার।’

[৪] সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, শুক্রবারের চেয়ে শনিবার ঘাট থেকে ঢাকার দিকে বেশি সংখ্যক গাড়ি ফেরত পাঠানো হচ্ছে। তারপরও ঘাটে গাড়ির জট। ট্রাফিক পুলিশ সদস্য কম হওয়ায় তাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আগে ঈদের সময় অন্য জেলা থেকে রিজার্ভ পুলিশ এনে ঘাটে দেওয়া হত। এবছর ঈদের সময় ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন সম্ভব হবে কিনা তা এখনও বলতে পারছি না। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়