শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ করতে বাড়ি যাচ্ছে মানুষ, শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ

মাসুদ আলম : [২] লকডাউনের মধ্যেও মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে কমপক্ষে ৫০০ যান। এছাড়া যাত্রীর চাপ তো আছেই। এত গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। শনিবার শিমুলিয়া ঘাটে এ অবস্থা দেখা গেছে। ঈদ করতে এসব মানুষ বাড়িতে যাচ্ছেন। শিমুলিয়া ঘাটে গাড়ির চাপবর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ১৩টি ফেরি চলছে। তারপরও যান পারাপারে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে।

[৩] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি যে পুলিশ অনেক গাড়ি ঢাকার দিকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তারপরেও শিমুলিয়া ঘাটে গাড়ির অনেক চাপ। ১৩টি ফেরি নিয়েও যান পারাপারে হিমশিম খেতে হচ্ছে। সাধারণত ঈদের সময় ঘাটে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকে। ঘাটে যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে ফেরি পারের জন্য ৬০-৭০ জন পুলিশ সদস্য মোতায়েন করা দরকার।’

[৪] সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, শুক্রবারের চেয়ে শনিবার ঘাট থেকে ঢাকার দিকে বেশি সংখ্যক গাড়ি ফেরত পাঠানো হচ্ছে। তারপরও ঘাটে গাড়ির জট। ট্রাফিক পুলিশ সদস্য কম হওয়ায় তাদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। আগে ঈদের সময় অন্য জেলা থেকে রিজার্ভ পুলিশ এনে ঘাটে দেওয়া হত। এবছর ঈদের সময় ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন সম্ভব হবে কিনা তা এখনও বলতে পারছি না। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়